বিজ্ঞাপন

তিন মাসের মধ্যে আসছে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন

October 3, 2020 | 8:27 pm

ফিচার ডেস্ক

তিন মাসেরও কম সময়ের মধ্যে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির করোনাভাইরাস ভ্যাকসিন প্রস্তুত হয়ে যাবে। যুক্তরাজ্যের সরকারি বিজ্ঞানীদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে দ্য টাইমস।

বিজ্ঞাপন

টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, অক্সফোর্ডের বিজ্ঞানীরা করোনাভাইরাস ভ্যাকসিনটি প্রস্তুতে কাজ করছেন। ২০২১ সালের আগেই এটি অনুমোদন পাবে বলে আশা করছেন তারা। ফলে করোনাভাইরাস রোধে পূর্ণ টিকা দান কর্মসূচী দ্রুতই শুরু করা যাবে। তবে এ কর্মসূচিতে বাদ পড়বে শিশুরা।

ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) বৃহস্পতিবার জানিয়েছে, আস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনার সম্ভাব্য ভ্যাকসিনের তথ্য পর্যালোচনা শুরু হয়েছে। দ্রুত ভ্যাকসিন অনুমোদন দেওয়ার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর সবচেয়ে সম্ভাবনাময় ভ্যাকসিন আবিষ্কারের খবর দেন অক্সফোর্ডের বিজ্ঞানীরা। টাইমস জানিয়েছে, এই ভ্যাকসিন নির্দিষ্ট সময়ে অনুমোদন পেলে এটি হবে ইউরোপ মহাদেশে তৈরি প্রথম কোনো অনুমোদিত কোভিড-১৯ ভ্যাকসিন।

বিজ্ঞাপন

অক্সফোর্ডের বিজ্ঞানীদের দাবি— তাদের তৈরি এ ভ্যাকসিনটি করোনার বিরুদ্ধে দীর্ঘমেয়াদী প্রতিরোধ গড়তে সক্ষম হবে। বর্তমানে  ভ্যাকসিনটির তৃতীয় ধাপের ট্রায়াল চলছে।

সারাবাংলা/আইই

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন