বিজ্ঞাপন

ধর্ষণে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চেয়ে ছাত্রলীগ নেতার আইনি নোটিশ

October 7, 2020 | 3:44 am

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: ধর্ষকদের দ্রুত বিচারের জন্য বিশেষায়িত আদালত ও ধর্ষকের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চেয়ে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন মোহাম্মদ ফুয়াদ হোসেন। তিনি ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ অক্টোবর) ফুয়াদ হোসেনের পক্ষে আইনজীবী রাশিদা চৌধুরী এ নোটিশটি পাঠান। নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব, আইন মন্ত্রণালয়ের দুই সচিব এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বরাবর পাঠানো হয়।

আইনজীবী রাশিদা চৌধুরী জানান, ধর্ষণের ঘটনা ভয়াবহভাবে বেড়ে গেছে। এ অবস্থায় নারী ও শিশু মন্ত্রণালয়ের অধীনে ধর্ষণ নিবারণ প্রতিরোধ ও ভিকটিমদের পুনর্বাসনে উচ্চ ক্ষমতা বিশিষ্ট একটি স্পেশাল কমিটি গঠন করতে সরকারকে নোটিশ পাঠানো হয়েছে। এছাড়া ধর্ষণের অপরাধে দ্রুত বিচার ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আরোপ করে নতুন আদালত গঠন চান নোটিশ প্রদানকারী ফুয়াদ হোসেন। এ জন্য সংশ্লিষ্ট আইনের সংশোধনী চাওয়া হয়েছে নোটিশে।

আইনজীবী রাশিদা জানান, ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডকে/টিআর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন