বিজ্ঞাপন

দুর্ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন করেছে নেপাল

March 13, 2018 | 1:09 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

নেপালের ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার পর ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সে দেশের সরকার।

নেপালের প্রধানমন্ত্রী অফিসের কর্মকর্তা ও মন্ত্রীসভার সদস্য বুদ্ধি প্রসাদ খাড়কা জানিয়েছেন, নেপাল সিভিল অ্যাভিয়েশনের সাবেক মহাপরিচালক যজ্ঞ প্রসাদ গৌতমকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে।

এ ছাড়াও সংস্কৃতি মন্ত্রনালয়ের যুগ্মসচিব, বিমান ও পর্যটন মন্ত্রনালয়ের বুদ্ধি সাগর লামিছানকে তদন্ত কমিটির সদস্য করা হয়েছে। এ কমিটিকে যত দ্রুত সম্ভব তদন্ত কাজ শুরু করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রয়োজনীয় সহযোগিতার জন্য নেপাল সিভিল অ্যাভিয়েশন অথরিটি বাংলাদেশ কতৃপক্ষের সহায়তা চেয়েছে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।

সূত্র: দ্য হিমালয়ান

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন