বিজ্ঞাপন

‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’

December 10, 2017 | 8:04 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: `জিয়া পরিবারের সদস্যদের সৌদি আরবে সম্পদের খবর বেড়িয়ে পড়ায় বিএনপি নেতারা সেটা আড়াল করার চেষ্টা করছেন’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের এ বিষয়ে টিপ্পনি কেটে বলেন, ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’।

রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে রোববার বিকালে  স্বেচ্ছাসেবক লীগের এক সমাবেশে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন,‘সৌদিতে খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানের দুর্নীতির খবর বেড়িয়ে গেছে, আর সেটা নিয়ে তাদের গাত্রদাহ শুরু হয়েছে। কী করে এই দায় তারা এড়াবে? এই দলের দুর্নীতির ইতিহাস সবাই জানে। এই সত্য চাপা দিয়ে কী লাভ আপনাদের?

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে। দুর্নীতির দুর্গন্ধ আবারও ছড়িয়ে পড়েছে। যতই ময়লা নিয়ে ঘাঁটাঘাঁটি করবেন ততই  দুর্গন্ধ বাড়বে। ’

খালেদা জিয়া এবং তারেকের সৌদি আরবে দুর্নীতির তদন্ত শুরু করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘১২টি দেশে অর্থ পাঠিয়েছে এটা বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। এটা খুঁজে বের করা আপনাদের দায়িত্ব। প্রধানমন্ত্রী না জেনে, না বুঝে অন্ধকারে ঢিল ছুড়েননি। আজকে দুদককে আমি আহ্বান জানিয়েছি। দুদক অবশ্যই অভিযোগের ভিক্তিতে তদন্ত করবে। শূন্যের ওপর তদন্ত হয় না। আজকে রাজনীতিতে এই দুর্নীতির খবর ছড়িয়ে পড়েছে। দুদককে খোঁজ খবর নিতে হবে। ’

বিএনপির মুখে গণতন্ত্র শোভা পায় না জানিয়ে তিনি বলেন,‘গণতন্ত্রের কথা বলে মায়া কান্না করছেন, গেল রে গেল গণতন্ত্র গেল। আপনাদের মুখে গণতন্ত্র শোভা পায় না।’

বিজ্ঞাপন

বিজয় দিবসের এই আলোচনা সভার সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগের সবাপতি মোল্লা মোহাম্মদ আবু কাউছার। বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ, অভিনেত্রী শমী কায়সার প্রমুখ।

সারাবাংলা/এমএমএইচ/টিএম/আইজেকে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন