বিজ্ঞাপন

অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন প্রবীণদের শরীরেও সমান কার্যকর

October 26, 2020 | 7:53 pm

ফিচার ডেস্ক

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনাভাইরাস ভ্যাকসিন প্রবীণদের শরীরেরও দারুণ কাজ করছে। সোমবার ওই ভ্যাকসিন প্রস্তুতে সহায়ক প্রতিষ্ঠান অ্যাস্ট্রেজেনেকা এ তথ্য জানিয়েছে। উল্লেখ্য, নভেল করোনাভাইরাসে বেশি কাবু হচ্ছেন বয়েসে প্রবীণরা।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্স ব্রিটিশ তাদের এক প্রতিবেদনে দাবি করেছে— অ্যাস্ট্রেজেনেকা জানিয়েছে, অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি এ ভ্যাকসিনটি কম বয়েসিদের শরীরে তো কাজ করছেই, এর সঙ্গে সুখবর হলো— এটি বয়স্কদের শরীরেও সমান কার্যকর। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, খবরটি আমাদের জন্য উৎসাহের। প্রবীণ ও নবীনদের শরীরের একই মাত্রার রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি করছে এ ভ্যাকসিন। একইসঙ্গে বয়স্কদের অর্থাৎ যারা মূলত করোনাভাইরাসে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন তাদের শরীরে এ ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়াও কম।

এদিকে চলতি মাসের শুরুতে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) জানিয়েছিল, আস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনার সম্ভাব্য ভ্যাকসিনের তথ্য পর্যালোচনা শুরু হয়েছে। দ্রুত ভ্যাকসিন অনুমোদন দেওয়ার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২১ সালের আগেই এটি অনুমোদন পাবে বলে আশা করছেন অক্সফোর্ডের বিজ্ঞানীরা। অক্সফোর্ডের বিজ্ঞানীরা দাবি করছেন— তাদের তৈরি এ ভ্যাকসিনটি করোনার বিরুদ্ধে দীর্ঘমেয়াদী প্রতিরোধ গড়তে সক্ষম হবে।

উল্লেখ্য, নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে এ পর্যন্ত ১১ লাখ ৬০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃতের তালিকায় বেশিরভাগই বয়েসে প্রবীণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা বলছেন, বয়স্কদের শরীরে ইতিমধ্যেই অন্যান্য প্রাণঘাতি রোগের বসবাসের হার বেশি, ফলে করোনায় আক্রান্ত হলে তা মারাত্মক রূপ ধারন করে।

বিজ্ঞাপন

করোনার এই ভ্যাকসিনটির তৃতীয় পর্যায়ের ট্রায়াল এখনও চলছে। এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপের ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছিল। তৃতীয় ধাপে বিশ্বের বেশ কয়েকটি দেশের প্রায় ৩০ হাজার মানুষের ওপর প্রয়োগ করা হয় ভ্যাকসিনটি।

তিন মাসের মধ্যে আসছে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি সান এক প্রতিবেদনে জানিয়েছে, অক্সফোর্ড সূত্রে জানা গেছে, নভেম্বরের শুরুতেই ব্রিটেনে এ ভ্যাকসিনটি সাধারণ মানুষের শরীরে প্রয়োগের জন্য প্রস্তুতি শুরু হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন