বিজ্ঞাপন

দুর্ঘটনায় হতাহতদের তালিকা দিলো ইউএস-বাংলা

March 13, 2018 | 4:10 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: নেপালে বিমান দুর্ঘটনায় হতাহতদের সর্বশেষ তালিকা প্রকাশ করেছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা। ওই তালিকায় ৩৬জন বাংলাদেশির মধ্যে ২৬ জনকে মৃত বলে দাবি করা হয়েছে। আহত ১০ জন নেপালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ফরেনসিক রিপোর্টে পাওয়ার পর নিহত ও আহতদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (১৩ মার্চ) বিকেল ৪টার দিকে ইউএস-বাংলার জিএম (জনসংযোগ) কামরুল ইসলাম গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি পাইলট, কেবিন ক্রুসহ মোট ৩৬ জন বাংলাদেশির মধ্যে ২৬ জন মারা গেছেন। বাকি ১০ জন নেপালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে একজন নরভিক ইন্টারন্যাশনাল হাসপাতালে, একজন ওম হাসপাতাল বাকি আটজন কাঠমান্ডু মেডিকেল কলেজ অ্যান্ড টিচিং  হাসপিটালে ভর্তি রয়েছেন।

কামরুল ইসলাম জানান, আহতদের মধ্যে ইয়াকুব আলী স্থানীয় নরভিক হাসপাতালে, মো. রেজওয়ানুল হক ওম হাসপাতালে,  এবং কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইমরানা কবির হাসি, শাহরিন আহমেদ, শেখ রাশেদ রুবায়েত, আলমুন নাহার অ্যানি, মেহেদি হাসান, সৈয়দা কামরুন্নাহার স্বর্ণা, মো. হোসাইন কবির মো. শাহীন ব্যাপারী।

বিজ্ঞাপন

এছাড়া নিহত ২২ যাত্রী হলেন, মো. হাসান রবিকুল, মো. রফিকউজ জামান, সানজিদা হক, অনিরুদ্ধ জামান, তাহিরা তানভীন শশী রেজা, পিয়াস রয়, নাজিয়া আফরিন চৌধুরী, উম্মে সালমা, এফএইচ প্রিয়ক, তামাররা প্রিয়ন্ময়ী, মো. হাসান ইমাম, হুরুন নাহার বিলকিস বানু, মোহাম্মদ নজরুল ইসলাম, মোছা. আখতারা বেগম, বিলকিস আরা, ফয়সাল আহমেদ, মীর আলিফুজ্জামন, মিনহাজ বিন নাসির, আখি মণি, এস এম মাহমুদুর রহমান, মো. মতিউর রহমান মো. নূরউজ জামান।

এর আগে ককপিট ক্রু আবিদ সুলতান পৃথুলা রশিদ এবং কেবিন ক্রু মোহাম্মদ শফি হোসাইন খাজা শারমিন আকতারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

সারাবাংলা/ইএইচটি/এটি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন