বিজ্ঞাপন

পিছিয়ে পড়েও ওয়েস্ট হামকে হারাল লিভারপুল

November 1, 2020 | 8:29 am

স্পোর্টস ডেস্ক

প্রিমিয়ার লিগে ওয়েস্ট হামের বিপক্ষে অন্তিম মুহূর্তের গোলে ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে লিভারপুল। ম্যাচের শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়ে অল রেডরা। তবে মোহাম্মদ সালাহ এবং ডিয়েগো জোটার গোলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। এদিন এক রেকর্ডও স্পর্শ করেছে লিভারপুল। ১৯৭৮ থেকে ১৯৮১ এই সময়ে বব পায়েসলির লিভারপুলের ঘরের মাঠে ৬৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছুঁয়ে ফেলেছে লিভারপুল। অ্যানফিল্ডে আগামি ২১ তারিখ লেস্টার সিটির বিপক্ষে জয় কিংবা ড্র করতে পারলে গড়া হবে নতুন এক রেকর্ড।

বিজ্ঞাপন

অ্যানফিল্ডে ম্যাচের ১০ মিনিটের মাথায় পাবলো ফরমালসের গোলে এগিয়ে যায় ওয়েস্ট হাম। ফরমালসের দুর্দান্ত এক ক্রসে বল নিয়ে লিভারপুলের ডি বক্সে ঢুকে পড়া আর্থার মাসুয়াকু ছয় গজের দিকে বল পাঠাতে চেয়েছিলেন, তবে জো গোমেজ হেডে তা ক্লিয়ার করেন। কিন্তু বল গিয়ে পড়ে আবারও ফরমালসের কাছেই। ১৮ গজ দূর থেকে জোরালো শট নেন ফরমালস, আর বল জড়ায় জালে। ম্যাচের ১০ মিনিটেই লিভারপুলের ঘরের মাঠেই ১-০ গোলে এগিয়ে যায় ওয়েস্ট হাম।

পিছিয়ে পড়ে আক্রমণাত্মক খেলা শুরু করে অলরেডরা। ম্যাচের ২৪ মিনিটে জর্ডান হ্যান্ডারসনের দুর্দান্ত শট গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়। এরপর ম্যাচের ৪০ মিনিটে বল নিয়ে রেডদের ডি বক্সে ঢুকে পড়েন মোহাম্মদ সালাহ, বল দখলের চেষ্টা করতে গিয়ে সালাহকে ফাউল করে বসেন ওয়েস্ট হাম ডিফেন্ডার মাসুয়াকু। সঙ্গে সঙ্গে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে গোল করে বিরতির আগে দলকে সমতায় ফেরান সালাহ।

বিরতি থেকে ফিরে আরও গোছালো ফুটবল খেলতে থাকে লিভারপুল তবে গোলের সুযোগ করতে পারছিল না। অবশেষে ম্যাচের ৭৮ মিনিটে ছয় গজের ভেতর থেকে শট নিয়ে বল জালে জড়ান চ্যাম্পিয়নদের ফরোয়ার্ড ডিয়েগো জোটা। তবে ভিএআরের পুনরায় সেটা দেখে রেফারি জানিয়ে দেন জোটা ওয়েস্ট হাম গোলরক্ষককে ফাউল করেই গোল করেছেন, আর বাতিল করে দিলেন গোলটি। খেলার শেষ ১০ মিনিট গড়ালেও ১-১ গোলে সমতা থাকে, তবে ম্যাচের ৮৫ মিনিটে জার্দান শাকিরির অ্যাসিস্ট থেকে আবারও বল জালে জড়ান ডিয়েগো জোটা। এবার আর ফাউল করেননি তিনি, রেফারিও গোল বাতিলের কোনো সিদ্ধান্ত দেননি।

বিজ্ঞাপন

খেলার নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে ২-১ গোলে এগিয়ে গেল লিভারপুল। আর শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় তুলে নিল প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে লিভারপুল। সাত ম্যাচে পাঁচ জয় আর একটি করে ড্র এবং হারে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে চ্যাম্পিয়নরা। আর এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এভারটন।

সারাবাংলা/এসএস

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন