বিজ্ঞাপন

পুঁজিবাজারে সূচকের বড় উত্থানেও কমেছে লেনদেন

November 1, 2020 | 4:56 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১ নভেম্বর) সূচকের বড়ধরনের উত্থান হয়েছে। তবে এদিন সূচক ঊর্ধ্বমুখী থাকলেও এবং লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও কমেছে আর্থিক ও শেয়ার লেনদেন। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মাত্র ৭৮৫ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ১৭৮ কোটি টাকা কম। আগের কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৯৬৩ কোটি টাকা।

বিজ্ঞাপন

এদিকে রোববার ডিএসইতে ৩৫৮টি প্রতিষ্ঠানের ৩২ কোটি ৭৮ লাখ ৫০ হাজার ২০২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২০৩টির, কমেছে ৮১টির এবং ৭৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৯৬ পয়েন্টে উন্নীত হয়। এদিন ডিএসইর শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে এক হাজার ১১০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭০০ পয়েন্টে উন্নীত হয়। দিনশেষে ডিএসইতে ৭৮৫ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৬৪টি প্রতিষ্ঠানের ১ কোটি ১৯ লাখ ৩০ হাজার ৪৮২টি শেয়ার ও মিউচুয্যাল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৫৩টির, কমেছে ৬২টির এবং ৪৯টির দাম অপরিবর্তিত থাকে। সিএসই‘র সার্বিক মূল্য সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৫৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯৮১ পয়েন্টে উন্নীত হয়। দিনশেষে সিএসইতে ২৫ কোটি ৫৯ লাখ টাকার শেযার কেনাবেচা হয়। আগের কার্যদিবসে সিএসইতে ৩৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন