বিজ্ঞাপন

আফগানদের জালে বাংলাদেশের ২৫ গোল!

March 13, 2018 | 6:43 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

থাইল্যান্ড আর হংকংকে বড় ব্যবধানে উড়িয়ে দেয়ার পর আফগানিস্তানকে আরও বড় ব্যবধানে হারিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ হকি দল। আফগানদের গোলবন্যায় ভাসিয়েছে জিমি-চয়নরা। তিন বা তার বেশি গোল করেছেন মোট ছয়জন।

ওমানে এশিয়ান গেমসের বাছাইপর্বে নিজেদের পুল বি’র তৃতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল মাহবুব হারুনের শিষ্যরা। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় পাঁচটায় ম্যাচটি শুরু হয়।

এর আগে হংকংয়ের কাছে আফগানরা গোল খেয়েছিল ১৯ টি আর থাইল্যান্ডের কাছে ২৩। বাংলাদেশের বিপক্ষে যে গোল ব্যবধানটা আরও বড় হবে সেটা অনুমেয়ই ছিল। গুনে গুনে ২৫ গোল খেলো একসময়ের অলিম্পিকে খেলা এই আফগানরাই।

বিজ্ঞাপন

ম্যাচের শুরু থেকেই আক্রমণে গিয়েছে আশরাফুল-ইমন-চয়নরা। প্রথম মিনিট থেকেই জালে বল জড়ানো শুরু করেছিল বাংলাদেশ। গোলের যাত্রা শুরু করেন আরশাদ হোসেন। ফিল্ড গোল করেন তিনি। এরপর দুই বা তিন মিনিট পর পর গোল দিতে থাকেন জিমি-চয়নরা।

সবচেয়ে বেশি চারবার জালে বল জড়িয়েছেন দ্বীন ইমন ও রোমান সরকার। তিনটি করে গোল দিয়েছেন আশরাদ, আশরাফুল, চয়ন ও জিমি। জোড়া গোল শিতুল ও নিলয়ের। একটি গোল আছে নাইমের।

বাংলাদেশের গোলদাতা ও মিনিট:

বিজ্ঞাপন

আরশাদ হোসেইন: ১, ২১, ৩২

আশরাফুল ইসলাম: ৯, ২৬ ৩০

মামুনুর রহমান চয়ন: ১৭, ১৮, ২৩

দ্বীন ইমন: ১৫, ৩৩, ৩৫, ৫৩

বিজ্ঞাপন

রাসেল মাহমুদ জিমি: ১৬, ৪২, ৪৫

রোমান সরকার: ২৩, ২৫, ৫৬, ৬০

হাসান জুবায়ের নিলয়: ৪৮, ৫২

ফরহাদ শিতুল: ৩৭, ৫৮

নাইম উদ্দীন: ১৯

পুল বি থেকে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সেমিতে পুল এ রানার আপ দল শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে লাল-সবুজ জার্সিধারীরা।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন