বিজ্ঞাপন

দলের হারে সালমার আঁটসাঁট বোলিং

November 8, 2020 | 11:00 am

স্পোর্টস ডেস্ক

উইম্যান টি-টোয়েন্টি চ্যালেঞ্জ বা মেয়েদের আইপিএলে সালমা খাতুনের দল ট্রেইলব্লেজার্সের ফাইনাল নিশ্চিত হয়ে ছিল আগেই। কাল অনেকটা অনুষ্ঠানিকতা সাড়তেই সুপারনোভাসের মুখোমুখি হয়েছিল দলটি। তাতে জয় পায়নি ট্রেইলব্লেজার্স। তবে বল হাতে বেশ ভালোই পারফর্ম করেছেন ট্রেইলব্লেজার্সের হয়ে খেলা বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন।

বিজ্ঞাপন

টস হেরে প্রথমে বোলিং করতে নামা ট্রেইলব্লেজার্সের হয়ে নিজের প্রথম তিন ওভারে দারুণ বোলিং করেছেন সালমা। দশম ওভারে বল হাতে পেয়েছিলেন বাংলাদেশি তারকা। প্রথম ওভারে দেন ৫ রান। পরের ওভারের মাত্র ২ রান খরচায় তুলে নেন দারুণ খেলতে থাকা প্রিয়া পূর্নিমার উইকেটটি। তৃতীয় ওভারেও মিথব্যায়ী ছিলেন সালামা, দেন ৪ রান।

অর্থাৎ প্রথম তিন ওভারে মাত্র ১১ রান খরচায় ১ উইকেট। চতুর্থ ওভারে এই গতিটা ধরে রাখতে ব্যর্থ সালমা। চামারি আতাপাত্তুর আক্রমণাত্মক ব্যাটিংয়ে চতুর্থ ওভারে খরচ করেন ১৪ রান। শেষ পর্যন্ত চার ওভারে ২৫ রান খরচায় ১ উইকেট।

ম্যাচটা ২ রানে হেরেছে সালমার দল ট্রেইলব্লেজার্স। ১৪৬ রান তুলেছিল প্রথমে ব্যাটিং করা সুপারনোভাস। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৪ রান তুলতে পেরেছে সালমার দল ট্রেইলব্লেজার্স। ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি সালমা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন