বিজ্ঞাপন

হতাহতদের দেখতে কাঠমান্ডুতে বিমান ও পর্যটনমন্ত্রী

March 14, 2018 | 1:01 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ইউএস-বাংলা উড়োজাহাজ দুর্ঘটনায় হতাহতদের খোঁজ নিতে নেপালের রাজধানী কাঠমান্ডু গেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল। মঙ্গলবার দুপুরে কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমান বন্দরে তিনি নেপাল সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও বাংলাদেশের সিভিল এভিয়েশনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। সেখানে দ্রুততম সময়ের মধ্যে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর, আহতদের অবস্থা নিয়ে পর্যালোচনা করা হয়।

এরপর মন্ত্রী নরভিক হাসপাতালে দুর্ঘটনায় চিকিৎসাধীন ইয়াকুব আলীকে দেখতে যান। বুধবার সন্ধ্যায় নেপাল সিভিল এভিয়েশনের একটি ব্রিফিং এ যোগ দেবেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের সময় ইউএস বাংলার একটি বিমান বিধ্বস্ত হয়। এতে ৬৭ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন। এখন পর্যন্ত এ দুর্ঘটনায় ৪৯ জনের মৃত্যু হয়েছে।

সারাবাংলা/জেএ/আইএ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন