বিজ্ঞাপন

লাশ হস্তান্তরে দুই সরকারের সহায়তা চায় ইউএস বাংলা

March 14, 2018 | 1:15 pm

।।সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের লাশ দ্রুত হস্তান্তরে দুই দেশের সরকারের সহায়তা চেয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটির পক্ষে বলা হয়, ‘এ ঘটনায় আমরা বাংলাদেশের প্রশাসনকে যেভাবে দেখতে পাচ্ছি নেপালের প্রশাসনকে সেভাবে দেখতে পাচ্ছি না। সরাসরি কোন গাফিলতি লক্ষ্য করা না গেলেও তাদের আরও উদ্যোগী হওয়া উচিত।’

বুধবার দুপুরে রাজধানীর বারিধারায় ইউএস বাংলা কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার (জনসংযোগ) কামরুল ইসলাম এসব কথা বলেন।

কামরুল বলেন, নেপালের সাথে আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। নেপালের ভূমিকম্পের সময় আমরা সর্বপ্রথম এগিয়ে গেছি। এ দুর্ঘটনায় নিহতদের লাশ দ্রুত হস্তান্তরে দুই দেশের প্রধানমন্ত্রী কথা হতে পারে।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশে লাশ কবে আসছে এখনো তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ইন্টারপোল ডিভি আই ফর্ম মিসিং পারসন ফরমে ১৫ পাতা রয়েছে। ফলে এটি পূরণ করাও দীর্ঘ প্রক্রিয়া। এছাড়া অধিকাংশ মৃতদেহ আগুনে পুড়ে যাওয়ায় লাশ সনাক্তকরণে ডিএনএ টেস্ট করা হচ্ছে। ফলে লাশ কবে আসছে তা এখনো বলা যাচ্ছে না।

নেপাল অনুমতি দিলেই গুরুতর আহতদের সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, নেপাল সরকার অনুমতি দিলে আমরা আহতদের অন্যদেশে নিয়ে যেতে পারি। আমরা গুরুতর আহতদের সিঙ্গাপুর নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছি। আহতদের স্বজন যারা এখনো নেপাল যেতে পারেনি পাসপোর্ট হলে তাদের দ্রুত পাঠানো হবে বলেও জানান তিনি।

কামরুল ইসলাম বলেন, এখনো ১০ জন চিকিৎসাধীন রয়েছে। নতুন কোনো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কামরুল বলেন, ‘অনেকে অনেক বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। অনেকে বলছে, চিটাগাং ফ্লাইট অপারেট করার পর ক্যাপটেন আবিদ সুলতান আবার ফ্লাই করতে গেছেন। এ কারণে তিনি বিষাদে ছিলেন। এগুলো বিভ্রান্তিকর। একজন পাইলট টানা ৬ টি ফ্লাইট পরিচালনার করতে পারেন’

ইউএস বাংলার এই মুখপাত্র আরও বলেন, ‘আজ আমাদের হাতে সিভিআর ও ব্ল্যাকবাক্স রেকর্ড আছে। তদন্তে যে সিদ্ধান্ত আসবে আমরা তা মেনে নেব।’

সারাবাংলা/ইএইচটি/এমএ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন