বিজ্ঞাপন

ধানের শীষের এজেন্টদের বের করে দিচ্ছে পুলিশ: জাহাঙ্গীর

November 12, 2020 | 11:58 am

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: পুলিশ ও আওয়ামী লীগ মিলে ধানের শীষের এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দিচ্ছে এবং ভোটারদের ভয়-ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর মালেকা বানু উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর অপেক্ষমাণ সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘অতীতে আমরা যে অভিযোগ করেছি সে অভিযোগ সত্যি হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী গাজীপুর, সাভারসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসী বাহিনী এনে ভোটকেন্দ্রে জড়ো করছে। ভোটাররা সেখানে ভয়ে ভোট দিতে পারছে না। এ ব্যাপারে পুলিশ কোনো সহযোগিতা করছে না। আমাদের পোলিং এজেন্টদের মারধর করে বের করে দিয়েছে। অনেক জায়গায় ভোটার তো দূরের কথা ধানের শীষের এজেন্টদের ঢুকতে দিচ্ছে না। আমি যতগুলো কেন্দ্র পরিদর্শন করেছি এবং আমাদের কন্ট্রোল রুমের প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় সব কেন্দ্র থেকে মারধর করে পোলিং এজেন্টদের বের করে দিয়েছে।’

তিনি বলেন, ‘উত্তরা রাজউক কলেজে আটটি ইভিএম মেশিন এর চারটি নষ্ট। সেখানে সাংবাদিকদের প্রবেশকালে বাধা দেওয়া হয়। নবাব হাবিবুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটার না হওয়ায় ওই কেন্দ্রের ধানের শীষের এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি, যা আচরণবিধির মধ্যে পড়ে না। এই হচ্ছে ভোটের অবস্থা। তারা কোনোভাবেই চায় না জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করুক।’

বিজ্ঞাপন

এস এম জাহাঙ্গীর বলেন, ‘ভোটকেন্দ্রের ভেতরে প্রার্থী বা বহিরাগতরা ক্যাম্প করতে পারবে না। কিন্তু এখানে প্রতিটি কেন্দ্রে প্রবেশ পথে নৌকার কৃত্রিম লাইন তৈরি করে রেখেছে। যার কারণে ভোটাররাও ভয় প্রবেশ করতে পারছ না। এটা কিসের আলামত?’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ভোটের দিন সাধারণ ছুটি থাকে। কিন্তু এবার ছুটি ঘোষণা করা হয়নি। ফলে চাকরিজীবীরা ভোট দিতে আসবে না। এখানে সবকিছু ওপেন স্টাইলে চলছে। আওয়ামী লীগ এবং পুলিশ বাহিনী সব একাকার হয়ে ভোট দখলের চেষ্টা করছে। আমি এই কেন্দ্রে ভোট দিতে এসেছি। এই কেন্দ্রে সকালে ১০ জন ভোটার ভোট দিতে এসেছিল তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তারা ছিলেন ধানের শীষের চিহ্নিত ভোটার।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রথমত ভোট সুস্থ হওয়ার কোনো আলামত নেই। সুস্থ হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশন ২০১৮ সালে যেরকম ভোটারবিহীন নির্বাচন করেছে এবারও তাই করছে। আওয়ামী লীগ তাদের দখলদারিত্ব বজায় রেখেছে। ভোটের কোনো পরিবেশ নেই।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এমআই

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন