বিজ্ঞাপন

৪ বছরের নাতনিকে ধর্ষণে অভিযোগ যাবজ্জীবন কারাদণ্ড

November 12, 2020 | 2:34 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকার নবাবগঞ্জে ৪ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে সুনীল বৈরাগীকে (৪৪) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক তাবাসসুম ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাভোগ করতে হবে।

অভিযোগ থেকে জানা যায়, সুনীল বৈরাগী শিশুটিকে নাতনী বলে সম্বোধন করতেন। এ কারণে আসামি বিভিন্ন সময় ভিকটিমকে বাসায় ডেকে নিয়ে বিভিন্ন জিনিসপত্র খেতে দিতেন। ২০১৮ সালের ৩০ নভেম্বর সন্ধ্যায় আসামি ভিকটিমকে ডেকে পরিবারের অন্য সদস্য না থাকায় বাসায় নিয়ে যায়। সেখানে সুনীল বৈরাগী ভিকটিমকে মিষ্টি খেতে দেয়। এরপর আসামি ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে।

ওই ঘটনায় ২০১৮ সালের ১ ডিসেম্বর ওই শিশুকে ধর্ষণের অভিযোগে তার মা সুনীল বৈরাগীকে আসামি করে নবাবগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

বিজ্ঞাপন

মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ১৬ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা নবাবগঞ্জ থানার এসআই কামরুল হাসান। ওই বছরের ১৮ আগস্ট আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচার চলাকালে আদালত ১৩ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

বাদীপক্ষে মামলাটিতে সহায়তা করেন অ্যাডভোকেট মাহমিদা আক্তার রিংকি। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আমান উল্ল্যাহ সোহাগ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এমআই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন