বিজ্ঞাপন

স্থায়ী কমিটির সঙ্গে খালেদার বৈঠক

December 10, 2017 | 9:28 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।  রোববার (১০ ডিসেম্বর) রাত সোয়া ৯টায় গুলশানে তাঁর রাজনৈতিক কার্যালয়ে শুরু হওয়া এ বৈঠক শেষ হয় রাত সাড়ে ১০টায়।

খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন— মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, তরিকুল ইসলাম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর ১৯ সদস্য বিশিষ্ট স্থায়ী কমিটির ২টি পদ শূন্য রেখে ১৭ সদস্যের নাম ঘোষণা করেন খালেদা জিয়া। এই ১৭ জনের মধ্যে গত বছর আ স ম হান্নান শাহ এবং এ বছর এম কে আনোয়ার মারা যান। স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমেদ ‘অবৈধ’ অনুপ্রবেশের দায়ে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে পুলিশ হেফাজতে রয়েছেন। এদিকে দীর্ঘ দিন ধরে লন্ডন রয়েছেন স্থায়ী কমিটির আরেক সদস্য তারেক রহমান।

বিজ্ঞাপন

খালেদা জিয়াসহ স্থায়ী কমিটির বাকি ১৩ সদস্যই উপস্থিত  ছিলেন বৈঠকে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় সেখানে।

সারাবাংলা/এজেড/আইজেকে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন