বিজ্ঞাপন

মানা হচ্ছে না সরকারি নির্দেশনা, অবাধে চলছে বালুবাহী পরিবহন

November 26, 2020 | 5:56 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নেত্রকোনা: জেলার সীমান্ত এলাকা দুর্গাপুরে সরকারি নির্দেশনা উপেক্ষা করেই প্রতিনিয়ত ভেজা বালু পরিবহন করায় পৌর শহরের অধিকাংশ রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে এ সমস্যার সমাধানে স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষোভ করেছেন।

বিজ্ঞাপন

বিক্ষোভে অংশ নেওয়া ব্যবসায়িরা বলেন, ‘ইজারাকৃত বালু মহাল থেকে প্রতিদিন হাজার হাজার ট্রাক, লরি ও ড্রামট্রাক দিয়ে পরিবহন করায় শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। পথচারী ও ছোট যানবাহন চলাচলে দেখা দিয়েছে মারাত্মক হুমকি। দিনভর যান চলাচলের কারনে শত শত ট্রাক রাস্তার উপর দাঁড়িয়ে থাকায় যানজটের সৃষ্টি হচ্ছে। স্থানীয় প্রেসক্লাব মোড়, উকিলপাড়া, উপজেলা রোড, হাসপাতাল রোড, কালীবাড়ী মোড় ও তেরীবাজার সড়কের প্রায় ব্যবসা প্রতিষ্ঠানেই বেচা-কেনা কমে গেছে।’

দুর্গাপুর পৌর শহর রক্ষার্থে অপরিকল্পিত বালু উত্তোলন ও ভিজাবালু পরিবহন বন্ধসহ বিক্ষুদ্ধ ব্যবসায়ী ও স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানমের সাথে দেখা করছেন। এসময় উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, ইজারাকৃত ঘাট থেকে ভেজাবালু পরিবহন সম্পূর্ণ বেআইনি। বারবার নিষেধ করার পরও বালুব্যবসায়ীরা তা আমলে নিচ্ছে না।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম বলেন, ‘আগামী তিন দিনের মধ্যে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন