বিজ্ঞাপন

হানাদারের কবল থেকে চাঁদপুর মুক্ত হয়েছিল আজ

December 8, 2020 | 9:55 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

চাঁদপুর: আজ ৮ ডিসেম্বর, চাঁদপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে চাঁদপুর পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল। চাঁদপুর থানার সামনে বিএলএফ বাহিনীর প্রধান মরহুম রবিউল আউয়াল কিরণ প্রথম চাঁদপুরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন।

বিজ্ঞাপন

১৯৭১ সালের ৭ এপ্রিল চাঁদপুরে দখলদার বাহিনী দু’টি বিমান থেকে সেলিং এর মাধ্যমে প্রথম আক্রমণের সূচনা করে। প্রথম দিনের হামলায় চাঁদপুর শহরের পুরান বাজারের একজন নারী পথচারী নিহত হন। পাকিস্তানিরা শহর থেকে ৩ কিলোমিটার দূরে চাঁদপুর কারিগরি উচ্চ বিদ্যালয় মাঠে অস্থায়ী ক্যাম্প তৈরি করে। এ স্কুলের মাঠে প্রথম অপারেশন হিসেবে এক বৃদ্ধকে গুলি করে হত্যা করে পাকবাহিনী।

চাঁদপুর বড়স্টেশন মোলহেড এলাকায় হানাদার বাহিনীরা মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষদের হত্যা করে মেঘনা নদীতে ফেলে দিতো।

৬ ডিসেম্বর চাঁদপুরে হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের সম্মুখীন হয়। ভারতের মাউন্ট্নে ব্রিগেডও ইস্টার্ন সেক্টরের মুক্তিযোদ্ধাদের সাথে মিলে যৌথ আক্রমণ চালায়। দিশে না পেয়ে পাকিস্তান ৩৯ অস্থায়ী ডিভিশনের কমান্ডিং অফিসার মেজর জেনারেল রহিম খান চাঁদপুর থেকে পালিয়ে যান। ৩৬ ঘণ্টা তীব্র লড়াইয়ের পর ৮ ডিসেম্বর জেলার হাজীগঞ্জ এবং বিনা প্রতিরোধেই চাঁদপুর শহর মুক্ত হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন