বিজ্ঞাপন

ঢামেকে অধ্যক্ষ হলেন ডা. টিটো, মুগদা মেডিকেলে আহমেদুল কবীর

December 10, 2020 | 5:59 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: নতুন অধ্যক্ষ পেয়েছে রাজধানীর দুই মেডিকেল কলেজ। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. টিটো মিঞা, আর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. আহমেদুল কবীর। নতুন বছরের প্রথম দিন থেকে তাদের নিয়োগ কার্যকর হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের উপসচিব মল্লিকা খাতুনের সই করা এক প্রজ্ঞাপনে এই দুই মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ নিয়োগের আদেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. টিটো মিঞাকে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আহমেদুল কবীরকে মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ডা. কবীর কোভিড-১৯ বিষয়ক ট্রিটমেন্ট প্রটোকল কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুই অধ্যক্ষের নিয়োগ ২০২১ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/টিআর

Tags: , , , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন