বিজ্ঞাপন

ডিগ্রির শিক্ষকদের এমপিওভুক্ত করতে হবে: বাডিসিপ

March 16, 2018 | 2:39 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: বেসরকারি কলেজের ডিগ্রির ননএমপিওভুক্ত শিক্ষকদের (তৃতীয় শ্রেণি) অবিলম্বে এমপিওভুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ডিগ্রি (৩য়) শিক্ষক পরিষদ (বাডিসিপ)। শুক্রবার (১৬মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে সংগঠনটির আহ্বায়ক মো. শাহাব উদ্দিন বলেন, ‘বর্তমান জনবলকাঠামোতে কলেজের ডিগ্রির শিক্ষকদের বেতন কাঠামোর বাইরে রাখা হয়েছে। ফলে আমরা কোন ধরনের সুবিধা পাচ্ছি না। প্রচলিত জনবলকাঠামে সংশোধন এনে সব শিক্ষকদের এমপিভুক্তির জন্য সরকারকে অনুরোধ করছি।’

তিনি জানান বর্তমানে বেসরকারি এমপিওভুক্ত কলেজে প্রায় ১ হাজার ৫০০ জন শিক্ষক কর্মরত আছেন। যারা এমপিওভুক্তির বাইরে রয়েছেন। এদের এমপিওভুক্তি জন্য বাজেটে বার্ষিক মাত্র ৩৯ কোটি টাকা অর্থ বরাদ্দের প্রয়োজনে।

বিজ্ঞাপন

শাহবুদ্দীন বলেন, ‘ডিগ্রির ক্লাসের জন্য নিয়োগ পাওয়া তৃতীয় শ্রেণির এসব শিক্ষকরা বেতন ভাতা না পেয়ে মানবতার জীবন-যাপন করছেন। এদের বেতনের ব্যবস্তা না করে উচ্চশিক্ষার মান-উন্নয়ন সম্ভব নয়। শিক্ষেকদের এভাবে বঞ্চিত করে বাংলাদেশকে শিগগিরি মধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব নয়।’

তিনি বলেন, ‘আমাদের বেতন-ভাতা কলেজ কর্তৃপক্ষের হাতে। কলেজ কর্তৃপক্ষ টাকা দিলে আমরা পায়, না দিলে পায় না।  কর্তৃপক্ষ নামমাত্র যে বেতান আমাদের দেয়, তাতে সংসার খরচ চলে না। চরম দুর্ভোগে পড়তে হয়। তাছাড়া এমন পরিস্থিতি শিক্ষকদের জন্য চরম মানহানিকর।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক এবি ছিদ্দিকী, আ. সাত্তার নয়ন, সাজ্জাদুর রহমান, আবুল হাসান আল মামুনসহ অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/আইএ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন