বিজ্ঞাপন

২০ ডিসেম্বর উদযাপিত হবে বিজিবি দিবস

December 18, 2020 | 4:29 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আগামী ২০ ডিসেম্বর ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০২০’ উদযাপন করা হবে। এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচি অনুযায়ী ওই দিন সকাল নয়টায় মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম পিলখানা সদর দপ্তরে বিজিবির রেজিমেন্টাল পতাকা উত্তোলন করবেন। এছাড়াও পিলখানাস্থ ‘সীমান্ত গৌরব’ এ মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করবেন তিনি।

বিজ্ঞাপন

শুক্রবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ১০টায় মহাপরিচালকের বিশেষ দরবার অনুষ্ঠিত হবে। করোনা ভাইরাস সংক্রমণ জনিত স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় ভার্চুয়াল পদ্ধতিতে বিজিবি দিবস-২০২০ এর বিশেষ দরবার অনুষ্ঠিত হবে। যেখানে বাংলাদেশের সকল প্রান্ত হতে বিজিবি সদস্যরা যুক্ত থাকবেন।

তিনি জানান, দরবার শেষে অনারারী সুবেদার মেজর হতে অনারারী সহকারী পরিচালক এবং অনারারী সহকারী পরিচালক হতে অনারারী উপপরিচালক পদে পদোন্নতি প্রাপ্তদের র‌্যাংক ব্যাজ পরিধান, শ্রেষ্ঠ রিক্রুট প্রশিক্ষক/প্রশিক্ষণে অসাধারণ কৃতিত্ব অর্জনকারী/জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দলগত/ব্যক্তিগত পুরস্কার প্রদান, অপারেশনাল কার্যক্রম, চোরাচালান নিরোধ এবং মাদকদ্রব্য আটকের ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান, শ্রেষ্ঠ ব্যাটালিয়ন ও রানারআপ ব্যাটালিয়নকে পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও শ্রেষ্ঠ কোম্পানি ও বিওপি কমান্ডারদের পুরস্কার প্রদান এবং মহাপরিচালকের অপারেশনাল ও প্রশাসনিক ইনসিগনিয়াসহ প্রশংসাপত্র প্রদান করা হবে।

বিজিবি দিবস উদযাপন উপলক্ষে ২০ ডিসেম্বর পিলখানাস্থ সকল ইউনিটে কেক কাটা ও প্রীতিভোজের আয়োজন করা হবে। ওইদিন মাগরিবের নামাজের পর পিলখানাস্থ সকল মসজিদে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে মিলাদ ও বিশেষ দোয়া করা হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন