বিজ্ঞাপন

এনবিআরের মামলায় অবসরপ্রাপ্ত কর্নেলের ৯ বছর কারাদণ্ড

December 20, 2020 | 2:56 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: আয়কর ফাঁকির মামলায় অবসরপ্রাপ্ত কর্নেল শহিদ উদ্দিন চৌধুরীকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার (২০ ডিসেম্বর) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এছাড়াও আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

মামলার অভিযোগ থেকে জানা যায়, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে টাকা লগ্নির প্রকৃত তথ্য গোপন করেন কর্নেল শহিদ উদ্দিন চৌধুরী। পরে তার বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগ এনে ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকার কর অঞ্চল-৯ এ মামলাটি দায়ের করেন সহকারী কর কমিশনার শেখ আলী হাসান। গত ২৮ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। মামলাটির বিচার চলাকালে আদালত ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

শহিদ উদ্দিন চৌধুরীকে ১৬৪ ধারায় এক বছর, ১৬৫ ধারায় তিন বছর এবং ১৬৬ ধারায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এক ধারার সাজা শেষ হওয়ার পর আরেক ধারার সাজা শুরু হবে। সেক্ষেত্রে শহিদ উদ্দিন চৌধুরীকে ৯ বছরের কারাদণ্ডই ভোগ করতে হবে বলে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন