বিজ্ঞাপন

‘নেপালে নিহতদের ডিএনএ টেস্টের পর দেশে আনা হবে’

March 16, 2018 | 8:24 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কাঠমান্ডুতে উড়োজাহাজ দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের ডিএনএ টেস্ট করা হচ্ছে। ডিএনএ টেস্ট শেষে তাদের দেশে নিয়ে আসা হবে।’

শুক্রবার (১৬ মার্চ) বিকেলে নেপাল থেকে ফিরে আসা আহত তিনজনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে দেখতে গিয়ে সাংবাদিকের তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বর্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়েছে। দেশে ফেরা আহত তিনজন হলেন- মেহেদী হাসান, তার স্ত্রী সাঈদা কামরুন্নাহার স্বর্ণা ও মেহেদীর ফুপাত ভাইয়ের স্ত্রী আলমুন নাহার অ্যানি।’

বিজ্ঞাপন

এ সময় বিমানমন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেন, ‘নেপালের সরকার প্রধান বাংলাদেশকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। তারা আমাদের আট জনের লাশ দেখিয়েছেন। বাকি ১৮ জনের লাশ চেনার উপায় নেই। ডিএনএ টেস্ট করার পর তাদের শনাক্ত করা যাবে। সকল প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দেশে আনতে সময় লাগবে।

দুর্ঘটনার জন্য কে দায়ী এমন প্রশ্নের উত্তরে বিমানমন্ত্রী বলেন, ‘তদন্তের আগে এ ব্যাপারে কিছু বলা যাবে না।’

সারাবাংলা/এমএইচ/আইএ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন