বিজ্ঞাপন

ইউরোপে অনুমোদন পেল ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন

December 22, 2020 | 9:06 am

আন্তর্জাতিক ডেস্ক

ইউরোপিয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশে ব্যবহারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার এবং এর জার্মান অংশীদার বায়োএনটেকের করোনাভাইরাসের ভ্যাকসিনকে অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আবেদনের পরিপ্রেক্ষিতে ইউরোপিয় মেডিসিন এজেন্সি (ইএমএ) এই অনুমোদন দিয়েছে। গত সোমবার ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের অনুমোদন চেয়ে আবেদন জমা দিয়েছিল। ঘণ্টাব্যাপি আলোচনার পর ‘ইএমএ’র ইউরোপিয় কমিশন আনুষ্ঠানিক ভাবে ভ্যাকসিনটি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়ার কথা জানায়।

এর ফলে, আগামী রোববার থেকে ইউরোপের ৪৪৮ মিলিয়ন লোক ভ্যাকসিনটি ব্যবহার করতে পারবেন। খবর বিবিসি।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাসের ভ্যাকসিন পরীক্ষায় ১৬ বছর ও এর অধিক বয়সীদের ওপর পরীক্ষায় ৯৫ শতাংশ সফলতা পাওয়া গেছে।

বিজ্ঞাপন

ইউরোপিয় মেডিসিন এজেন্সির (ইএমএ) নির্বাহী পরিচালক এমার কুক বলেন, আমাদের এই পদক্ষেপ ‘করোনা মহামারির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে বলে মনে করি। এর ফলে বহু মানুষ ভোগান্তি এবং কঠিন পরিস্থিতির হাত থেকে মুক্তি পাবেন।’

উল্লেখ্য, এখন পর্যন্ত করোনাভাইরাস মহামারিতে ইউরোপে ৩ লাখ ১১ লাখ লোকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন