বিজ্ঞাপন

বিজিবির অভিযানে ৮৮ লাখ টাকার সোনাসহ যুবক গ্রেফতার

December 22, 2020 | 1:46 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

চুয়াডাঙ্গা: চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে জেলার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী হৈবতপুর গ্রাম থেকে ১২০ ভরি সোনাসহ যুবককে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। উদ্ধার করা সোনার বাজারমূল্য ৮৮ লাখ ৮২ হাজার ৩০ টাকা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ ডিসেম্বর) আব্দুল জব্বারকে সোনাসহ দর্শনা থানায় সোপর্দ করা হয়। হাবিলদার জাহাঙ্গীর আলম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বড়বলদিয়া বিজিবি বিওপির টহল কমান্ডার হাবিলদার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল বিজিবি সদস্য চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এসময় সোনাসহ আব্দুল জব্বারকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ১ কেজি ৪০০ গ্রাম সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮৮ লাখ ৮২ হাজার ৩০ টাকা বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন