বিজ্ঞাপন

মদন পৌরসভা নির্বাচনে ইভিএমে মক ভোটিং অনুষ্ঠিত

December 26, 2020 | 7:20 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নেত্রকোনা: আগামী ২৮ ডিসেম্বর প্রথম ধাপে নেত্রকোনার মদন পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌরসভার ৯টি ভোট কেন্দ্রে মক ভোটিং অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ জানান, জেলার মদন পৌরসভা নির্বাচনে এই প্রথম ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যেই প্রতিটি কেন্দ্রে ইভিএমে ভোট দেওয়ার বিষয়টি ভোটারদের ধারণা দিতে এই মক ভোটিং অনুষ্ঠিত হয়েছে।

মদন পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর ১৪ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভা নির্বাচনে মোট ভোটার হচ্ছে ১২ হাজার ৮৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৩২৩ এবং নারী ভোটার ৬ হাজার ৫১৮ ভোট।

এদিকে নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে পুলিশ, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েন থাকবে বলেও জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন