বিজ্ঞাপন

ইতিহাসবিদ ও গবেষকদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস উদঘাটনের তাগিদ

December 30, 2020 | 11:10 am

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে জাতির সামনে তুলে ধরতে দেশের ইতিহাসবিদ ও গবেষকদের আরও বেশি সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) মন্ত্রীর দফতরে ঊনিশে মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘১৯৭১ সালের ১৯ মার্চে গাজীপুরে প্রথম প্রতিরোধের ইতিহাসসহ মহান মুক্তিযুদ্ধের অনেক ঘটনা ও তথ্য-উপাত্ত এখনো অনেকের অজানা রয়ে গেছে। মহান স্বাধীনতা বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন। এ অর্জনের পথে প্রতিটি ঘটনা, প্রতিটি আত্মত্যাগ ইতিহাসের কাছে গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত প্রতিটি ইতিহাস সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। কিন্তু এসব ইতিহাস উদঘাটনে গবেষকদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন।’

বিজ্ঞাপন

সাক্ষাতের সময় ঊনিশে মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির নেতৃবৃন্দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাফিজা খাতুন, সাংবাদিক আশরাফ খান, আতাউর রহমান, বুলবুল আহমদ, মো. আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় আগামী ৮ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ঊনিশে মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ‘মুক্তিযুদ্ধের ইতিহাস ও গবেষণা আগামী প্রজন্ম’ বিষয়ে একটি সেমিনার আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন