বিজ্ঞাপন

পেপে-নানি ছাড়াই রোনালদো অ্যান্ড কোং

March 17, 2018 | 2:42 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

গত বছর ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল। নভেম্বরে সবশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের হয়ে খেলেছিলেন রিয়াল মাদ্রিদের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর থেকে জাতীয় দলের জার্সিতে ছিলেন না, ছিলেন বিশ্রামে। তবে, আবারো জাতীয় দলের জার্সিতে ফিরেছেন তিনি।

মিশর ও নেদারল্যান্ডসের বিপক্ষে ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস। এই দুই প্রীতি ম্যাচের পর্তুগাল স্কোয়াডে ফিরেছেন রোনালদো।

দলে আরও ফিরেছেন রিকার্দো কারেসমা। সান্তোসের দলে রয়েছেন এসি মিলানের আন্দ্রে সিলভা, ম্যানচেস্টার সিটির বার্নাডো সিলভা। মোনাকোর স্ট্রাইকার রনি লোপেসের জায়গা হয়নি। পায়ের আঙুলে চোটের কারণে ছিটকে পড়েছেন পেপে। আর দল থেকে বাদ পড়েছেন নানি।

বিজ্ঞাপন

পর্তুগাল কোচ সান্তোস জানান, ‘আমি যে সব খেলোয়াড়ের সঙ্গে গত নভেম্বরে কাজ করেছি তাদেরই প্রাধান্য দিয়েছি। যারা গত নভেম্বরে ছিল এবং এখন নেই তারাও বিশ্বকাপের ভাবনায় ভালোমতোই আছে। রাশিয়ার বিশ্বকাপের জন্য আমি প্রায় ৪০ জন খেলোয়াড়ের উপর নজর রাখছি।’

ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল আগামী ২৩ মার্চ মিশরের বিপক্ষে মাঠে নামবে। মিশর আসন্ন বিশ্বকাপে ‘এ’ গ্রুপে স্বাগতিক রাশিয়া, উরুগুয়ে আর সৌদি আরবের বিপক্ষে খেলবে। আর রোনালদোর পর্তুগালকে খেলতে হবে গ্রুপ ‘বি’তে। পর্তুগিজদের প্রতিপক্ষ স্পেন, মরোক্কো আর ইরান। এদিকে, নেদারল্যান্ডসের সুযোগ হয়নি রাশিয়া বিশ্বকাপে যাবার।

পর্তুগাল স্কোয়াড:
গোলরক্ষক: রুই প্যাট্রিসিও, অ্যান্থোনি লোপেজ, বেতো
ডিফেন্ডার: সেদেরিক সোয়ারেজ, জোয়াও ক্যান্সেলো, ব্রুনো আলভেজ, হোসে ফন্তে, রোলানডো, রুবেন ডিয়াস, ফ্যাবিও কোয়েন্ত্রাও, রাফায়েল গুয়েরিও
মিডফিল্ডার: উইলিয়ান, রুবেন নেভেস, জোয়াও মৌতিনহো, আদ্রিয়েন সিলভা, ম্যানুয়েল ফার্নান্দেজ, আন্দ্রে গোমেজ, জোয়াও মারিও, ব্রুনো ফার্নান্দেজ, বার্নাডো সিলভা
স্ট্রাইকার: গেলসন মার্টিনস, রিকার্দো কারেসমা, গঞ্জালো গুইডেস, ক্রিস্টিয়ানো রোনালদো এবং আন্দ্রে সিলভা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন