বিজ্ঞাপন

জরিমানাতেই পার পেলেন সাকিব-সোহান

March 17, 2018 | 3:47 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ম্যাচ শেষেই সঞ্জয় মাঞ্জরেকার টুইট করলেন, ‘আজ ম্যাচ রেফারিকে অনেক ব্যস্ত থাকতে হবে।’ শেষ ওভারে দুই দলের মধ্যে যে উত্তেজনা ছড়িয়েছিল, তাতে বাংলাদেশের কাউকে শাস্তি পেতে হতে পারে, সেটা অনুমান করাই যাচ্ছিল। তবে বড় কিছু হয়নি। ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট নিয়েই পার পেয়ে গেছেন সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহান।

কাল ওই ঘটনার পরেই ম্যাচ রেফারি ক্রিস ব্রড তার কক্ষে ডেকে পাঠিয়েছেন সাকিব ও সোহানকে। দুজনেই তাদের অপরাধ স্বীকার করে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক কোনো শুনানির দরকার পড়বে না।

পরে ব্রড তার প্রতিবেদনে লিখেছেন, ‘খেলার মাঠে এরকম মুহূর্তে উত্তেজনা ছড়াতেই পারে। কিন্তু কাল যা হয়েছে, ক্রিকেটের যে কোনো পর্যায়েই তা দেখা খুবই হতাশাজনক। বিশেষ করে ওই দুজন সীমাই ছাড়িয়ে গিয়েছিল। চতুর্থ আম্পায়ার সাকিবকে না আটকালে আর মাঠের আম্পায়ার সোহান ও থিসারার মধ্যে না দাঁড়ালে আরও খারাপ কিছু হতে পারত।’

বিজ্ঞাপন

ডিমেরিট পয়েন্ট চালু হওয়ার পর এই প্রথম জরিমানা পেলেন সাকিব ও সোহান। তবে বাংলাদেশের জন্য আশার খবর, ফাইনাল খেলতে বাধা নেই দুজনের কারও।

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন