বিজ্ঞাপন

সেই গাভাস্কারই চাচ্ছেন সাকিবের শাস্তি! [ভিডিও]

March 17, 2018 | 4:33 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

পরপর দুই বলে বাউন্সার, আম্পায়ার নো বল দেওয়ার পরও সেই সংকেত তুলে নিয়েছিলেন। শুক্রবার নিদাহাস ট্রফির শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের খেলায় সেই মুহুর্তেই মেজাজ হারালেন সাকিব, পরে তা স্বীকার করলেন। কিন্তু সেই বিষয়টাকে কেন্দ্র করে ভারতের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার সাকিবের এই কর্মকান্ডের বিপক্ষে আইসিসির কাছে নালিশ তুলেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে। অথচ এই গাভাস্কারই একসময় মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন!

শুক্রবার রাতে ম্যাচের পর টেলিভিশন চ্যানেলের ক্রিকেটীয় এক আলোচনার সময় সাকিবের বিপক্ষে নালিশ তুললেন সাবেক এই ভারতীয় ব্যাটসম্যান, ‘আজকের ম্যাচে ব্যাপারটা একদমই ভাল হয়নি। এসব বিষয়ে আরো কঠোর হতে হবে আইসিসিকে। আম্পায়ারের এমন সিদ্ধান্ত অমান্য করায় সাকিবের বিচার হওয়া দরকার, তাদের বোর্ডেরও উচিৎ সবাইকে সতর্ক করে দেয়া।’

নিদাহাস ট্রফির এই ম্যাচের পর সাকিবের বিষয়টি নিয়ে যিনি আইসিসির কাছে নালিশ তুলেছেন, তারও রয়েছে এমন ঘটনা, আর সেটিও দেখেছিল ক্রিকেটবিশ্ব।

বিজ্ঞাপন

১৯৮১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচ টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল ভারত। ড্র হওয়া সেই সিরিজের তৃতীয় টেস্টে ৫৯ রানে জয় পেয়েছিল ভারত। প্রথম ইনিংসে ব্যাট হাতে ১০ এবং দ্বিতীয় ইনিংসে ৭০ রান পেয়েছিলেন গাভাস্কার।

প্রথম ইনিংসে লিন প্যাসকোর বলে কিম হিউজের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছেড়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ব্যাক্তিগত রান যখন ৭০, তখনই অজি কিংবদন্তি ডেনিস লিলির বলে এলবিতে তাকে আউট ঘোষণা করেন আম্পায়ার। আউট হওয়ার পর সতীর্থ ব্যাটসম্যান চেতন চৌহানকে নিয়ে উত্তেজিত হয়ে মাঠ ছাড়তে গিয়েছিলেন গাভাস্কার। যদিও মাঠ ছাড়ার আগে সেটা মীমাংসা হয়, তবুও প্রশ্ন থেকে যায়।

১৯৮১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই টেস্ট ম্যাচ

বিজ্ঞাপন

 

শুক্রবার রাতে ম্যাচের শেষ ওভারের ঘটনা। ইসিরু উদানার প্রথম বল বাউন্সার, কোনো রান হলো না। পরের বলও বাউন্সার, এবারও রান নিতে পারলেন না মোস্তাফিজ। দৌড়াতে গিয়ে বরং রান আউট হয়ে গেলেন। মাহমুদউল্লাহ তখন আম্পায়ারের কাছে গিয়ে প্রতিবাদ শুরু করেছেন, কেন সেটা নো বল দেওয়া হলো না। শুরুতে সংকেত দিয়েও পরে তা উঠিয়ে নিয়েছিলেন মূল আম্পায়ার। ওদিকে সাকিব আল হাসান তখন নেমে এসেছেন বাউন্ডারি-রেখার পাশে। উত্তপ্ত অবস্থায় রিজার্ভ আম্পায়ারকে জানাচ্ছিলেন নিজের ক্ষোভের কথা। একটা সময় হাত দিয়ে উঠে চলে আসার ইঙ্গিতও দিয়েছিলেন।

মাহমুদউল্লাহও সেই সংকেত দেখে উইকেট ছেড়ে অনেকটা কাছে চলে এসেছিলেন। কিন্তু পরে খালেদ মাহমুদ এসে সাকিবকে বুঝিয়ে সুঝিয়ে পাঠান ওপরে। মাহমুদউল্লাহও আবার ব্যাট করতে গেলেন। বাকিটা তো ইতিহাস!

বিজ্ঞাপন

সারাবাংলা/ এসএন/ এএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন