বিজ্ঞাপন

কেউ কারো চেয়ে কম নয়

March 17, 2018 | 4:52 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালে কঠিন প্রতিপক্ষ পেয়েছে রিয়াল মাদ্রিদ-আলোচনাটা গতকাল থেকেই। শুক্রবার সুইজারল্যান্ডের নিয়নে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়। যেখানে গতবারের রানার্সআপ জুভেন্টাসের বিপক্ষে খেলবে টানা দুবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। জুভিদের জার্সিতে আগুনে ফর্মে আছেন হিগুয়েন-দিবালা আর রিয়ালের জার্সিতে মাঠ মাতাতে প্রস্তুত রোনালদো।

আগামী ৪ এপ্রিল শেষ চারে ওঠার লড়াইয়ে জুভেন্টাসের মাঠে নামবে রিয়াল। আর কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ হবে রিয়ালের মাঠে, আগামী ১২ এপ্রিল।

প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয়বার শিরোপা জয়ের হাতছানি রিয়ালের সামনে। তবে, তাতে হারাতে হবে গতবারের রানার্সআপ জুভেন্টাসকে। গতবার কার্ডিফের ফাইনালে ইতালির ক্লাবটিকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছিল জিদানের শিষ্যরা। ইউরোপে এখন পর্যন্ত ১৯ বার দেখা হয়েছে দুই দলের। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে রিয়াল। ১৯ ম্যাচে ৯ জয় রিয়ালের। ৮ ম্যাচে জিতেছে জুভেন্টাস। বাকি দুই ম্যাচ ড্র হয়েছে। এই ১৯ ম্যাচে রিয়াল করেছে ২২ গোল, আবার গোল খেয়েছেও ২২টি।

বিজ্ঞাপন

গত তিন বারের মধ্যে দুবার ফাইনালে উঠেছে জুভিরা। প্রতিবারই ফিরতে হয়েছে খালি হাতে। আর দুবারই তাদের হতাশা উপহার দিয়েছে স্প্যানিশ ক্লাব। ২০১৪-১৫ মৌসুমে ফাইনালে বার্সেলোনার কাছে ৩-১ গোলে হেরেছিল মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল। আর গতবার ৪-১ গোলের বড় ব্যবধানে এই রিয়ালের কাছেই হেরেছিল জুভিরা।

এদিকে, ইতিহাস বলছে ফাইনাল ছাড়া নক আউট পর্বে রিয়াল কিভাবে যেন খেই হারিয়ে ফেলে তুরিনের বুড়ি খ্যাত জুভেন্টাসের সামনে। নক আউট পর্বে রিয়াল জুভেন্টাসকে হারিয়েছে মাত্র দুবার, দুটিই ফাইনালে। ১৯৯৮ সালের পর ২০১৭ ফাইনাল—দুটিতেই জুভিদের হারিয়ে শিরোপা জিতেছে রিয়াল। আর ১৯৯৬ সালের কোয়ার্টার ফাইনাল, ২০০৩ সালের সেমিফাইনাল, ২০০৫ সালের কোয়ার্টার ফাইনাল আর ২০১৫ সালের সেমিফাইনাল—প্রতিবারই জয়ের হাসি হেসেছে জুভিরা।

শেষ ষোলোতে পিএসজিকে দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে হারায় রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন রিয়াল। আর ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারকে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে দুবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। এদিকে, স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা খেলবে ইতালির ক্লাব রোমার বিপক্ষে। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব সেভিয়া। কোয়ার্টারে উঠা ইংলিশ দুই ক্লাব লিভারপুল-ম্যানচেস্টার সিটি লড়বে শেষ চারের আশায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন