বিজ্ঞাপন

মোবাইল ব্যাংকিং খাতে স্বাধীন সার্বভৌম কমিশন গঠনের দাবি

January 3, 2021 | 4:27 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: মোবাইল ব্যাংকিং খাতে স্বাধীন সার্বভৌম কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। রোববার (৩ জানুয়ারি) রাজধানীর পল্টনের শরীফ কমপ্লেক্সের ষষ্ঠ তলায় সংগঠনটির জেলা প্রতিনিধিদের প্রতিবেদন জমাদান উপলক্ষে এক আলোচনা সভায় সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ এ দাবি জানান।

বিজ্ঞাপন

মহিউদ্দিন আহমেদ বলেন, ‘বর্তমানে দেশ ডিজিটালাইজেশনের সুবাদে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আজ মোবাইল ব্যাংকিং খাতে লেনদেন হচ্ছে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা। বর্তমানে রিটেইলারের সংখ্যা প্রায় ১০ লাখ আর গ্রাহক সংখ্যা প্রায় ৬ কোটি। এত উন্নয়নের পরও মোবাইল ব্যাংকিং খাতে বিপুল পরিমাণ সম্ভাবনা এখনও অব্যবহৃতই রয়ে গেছে।’

তিনি বলেন, ‘মোবাইল ব্যাংকিংকে আমরা মোবাইল ওয়ালেট হিসেবে এখনও ব্যবহার করতে সক্ষম হইনি। যদি মোবাইলকে ওয়ালেট হিসেবে ব্যবহার করা যায় তাহলে সরকারের রাজস্ব আদায় হবে বর্তমানের চেয়ে আরও ৫০ গুণ বেশি। লেনদেন বাড়বে কম করে হলেও আরও ৬০ শতাংশ। নগদ টাকা ছাপানোর প্রবাহ কমে যাবে। এর ফলে অর্থ সাশ্রয় হবে প্রায় ৯ হাজার কোটি টাকা। কর্মসংস্থান বেড়ে দাঁড়াবে ১০ হাজারের অধিক।’

বর্তমানে এই খাতে বিশৃঙ্খলা ও নৈরাজ্য বিরাজ করছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বিপুল সম্ভাবনাময় এই খাতকে নিয়ন্ত্রণ করার বা গ্রাহকদের সেবা দেওয়ার মত সামর্থ্য বাংলাদেশ ব্যাংকের খুব একটা নেই বললেই চলে। তাই এই খাতে সম্ভাবনা বৃদ্ধির সাথে সাথে এই সেবার জন্য একটি আলাদা স্বাধীন-সার্বভৌম কমিশন গঠন এখন সময়ের দাবি।’

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের সভাপতি হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী, যশোরের প্রতিনিধি বাবলুর রহমান, ভোলার প্রতিনিধি মো. সোহেল, ঠাকুরগাঁও প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম, ঢাকা মহানগরের দায়িত্বপ্রাপ্ত আহবায়ক সাইফুজ্জামান সেলিম, প্রচার ও প্রকাশনা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তানিম রহমান ও কেন্দ্রীয় সদস্য কাজী আমানুল্লাহ মাহফুজসহ আরও অনেকে।

সারাবাংলা/ইএইচটি/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন