বিজ্ঞাপন

ভারতের যে চারজনের ওপর নজর রাখতে বললেন মাশরাফি

March 17, 2018 | 6:56 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

পরদিন ঢাকা প্রিমিয়ার লিগের আবাহনীর ম্যাচ। মাশরাফি বিন মুর্তজা অনুশীলন করছিলেন মিরপুরে, কিন্তু মন নিশ্চয়ই পড়ে আছে কলম্বোতে। বাংলাদেশ দল যেমন খেলেছে, তাতে মাশরাফির সঙ্গে আলাপেও উঠে এলো কালকের ফাইনালের ভাবনা। তাতে ভারতের চারজনের ওপর আলাদা করে নজর রাখতে বললেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

প্রথম ম্যাচে ভারতের সঙ্গে বলতে গেলে পাত্তাই পায়নি বাংলাদেশ। পরের ম্যাচে অনেকটা সময় ম্যাচে ছিল, কিন্তু মুশফিকুর রহিমও শেষ পর্যন্ত জিতিয়ে আসতে পারেননি। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে সাত ম্যাচে একবারও পারেনি ভারতকে হারাতে। সেজন্য মাশরাফি চোখ রাখতে বলেছেন চার জনের ওপর।

‘ওখানে যারা কোচ আছেন, সিনিয়র প্লেয়ার আছে সবাই একটা প্ল্যান নিশ্চয়ই করবে। আমার কাছে মনে হয় রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান- এই দুইটা উইকেট যদি আমরা শুরুতে নিতে পারি তাহলে ম্যাচটা আমাদের হাতে থাকবে। একই সঙ্গে যুভেন্দ্র চাহাল ও ওয়াশিংটন সুন্দরকে ঠিকভাবে হ্যান্ডেল করাও ম্যাটার করবে। এই চারজন প্লেয়ার নিয়ে পরিকল্পনা করলে আমাদের দিকে ম্যাচটা আসতে পারে।’

বিজ্ঞাপন

ভারতের সঙ্গে প্রথম ম্যাচে চাহাল-ওয়াশিংটন সুন্দরের স্পিনে খাবি খেয়েছিল বাংলাদেশ। পরের ম্যাচেও এই দুজন বেশ ভুগিয়েছেন, তবে শেষ পর্যন্ত ব্যবধান হয়ে দাঁড়িয়েছে রোহিত শর্মার দুর্দান্ত ইনিংস।

কিন্তু কাল রাতের ম্যাচের সময় কি মাশরাফি নিজেও ভেবেছিলেন, এভাবে জয় পাবে বাংলাদেশ। বলছেন, ‘চার বলে যখন ১২ লাগবে। তখন রিয়াদ প্রথম চারটা মারল। তখন মনে হয়েছে সম্ভব। তার আগে নো বলটা আমাদের পক্ষে আসতে পারত। তারপর রিয়াদ যেভাবে খেলেছে অসাধারণ। ১৮ বলে ৪৩। প্রথম থেকে এসেই যেভাবে অ্যাটাক করেছে ওটা ছিল দারুণ। টি-টোয়েন্টি ম্যাচে আসলে এরকম একজনকে খেলতে হয়। প্রতিদিন রিয়াদ খেলবে না, কাউকে না কাউকে খেলতে হবে।’

এই দুই ম্যাচকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা দুই জয় বলেই মানলেন, ‘বাংলাদেশের সেরা দুই টি-টোয়েন্টি যদি হিসাব করা হয় তাহলে এই নিদাহাস ট্রফিতেই দুইটা হবে। মুশফিক যেভাবে আগেরটা জেতালো। কালকে রিয়াদ করল। কোন অংশে তামিমের অবদান কম না, লিটনেরও অবদান ছিল। কাল তামিম আউট না হলে আরও আগে জিততে পারতাম। দুই ম্যাচেই তামিমের বিশাল অবদান আছে।’

বিজ্ঞাপন

কথা বললেন সাকিবের ওই ব্যাপার নিয়েও, ‘আজ সকালে উঠে দেখেছি। জানি না পুরোপুরি। না জেনে আমাদের মতামত দেওয়া ঠিক হবে না। আর যেটা হয়েছে মাঠে হিট অব দ্য মোমেন্ট বলতে পারেন। নো বলটা আমাদের পক্ষে আসা উচিত ছিল। টি-টোয়েন্টিতে দুইটা বাউন্সার মারলেন এটা তো ক্রিকেটিং নিয়মে নাই। হয়ত আরেকটু সংযত হলে ভালো হতো। কিন্তু যেটা বললাম হিট অব দ্য মোমেন্টে হয়ে গেছে।’

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন