বিজ্ঞাপন

পুঁজিবাজারে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন

January 5, 2021 | 9:42 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: পুঁজিবাজারে আগের ১০ বছরের মধ্যে সর্বোচ্চ আর্থিক ও শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৫৪৬ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। যা আগের দিনের চেয়ে ৩৫৩ কোটি টাকা বেশি এবং গত ১০ বছরের মধ্যে একদিনে ডিএসইতে সর্বোচ্চ আর্থিক লেনদেন।

বিজ্ঞাপন

এর আগে ২০১০ সালের ৬ ডিসেম্বর ডিএসইতে আজকরে চেয়ে বেশি লেনদেন হয়েছিল। ওইদিন ডিএসইতে ২ হাজার ৭১০ কোটি টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়। ২০১০ সালের ৬ ডিসেম্বরের পর আজ ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়।

এদিকে মঙ্গলবার পুঁজিবাজারে আর্থিক ও শেয়ার লেনদেন বাড়লেও কমেছে সব সূচক। টানা আট দিন পর এদিন মূল্য সংশোধনের কারণে উভয় পুঁজিবাজারে সূচকের পতন হয়েছে। দিনের শুরুতে সূচকের বড় ধরনের ঊর্ধ্বমুখী থাকলেও দিনশেষে তা ধরে রাখা যায়নি। লেনশেষ শুরুর প্রথম তিন ঘণ্টা সূচক বাজার বড় ঊর্ধ্বমুখী থাকলেও দিনশেষে পতন দিয়েই লেনদেন শেষ হয়েছে।

সোমবার ডিএসইতে ৩৬০টি কোম্পানির ৯৪ কোটি ৯ লাখ ৮ হাজার ৬৫২ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৯৭টির এবং ৫০টির শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাড়ায় ২ হাজার ৫৪৬ কোটি ৮৮ লাখ টাকা। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ১৯৩ কোটি টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪২ পয়েন্ট কমে ৫ হাজার ৬০৯ পয়েন্টে নেমে আসে। এদিন ডিএসই শরিয়া সূচক ১৯ পয়েন্ট কমে ১ হাজার ২৭৮ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ৩২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৮ পয়েন্টে নেমে আসে।

বিজ্ঞাপন

অন্যদিকে, মঙ্গলবার অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৯৮টি কোম্পানির ৬ কোটি ৭৬ লাখ ১১ হাজার ৪৪৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইতে ১৫৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৮১ কোটি ৫০ লাখ টাকা। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৪৫ পয়েন্ট কমে ১৬ হাজার ২৩৭ পয়েন্টে নেমে আসে।

সারাবাংলা/জিএস/এমআই

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন