বিজ্ঞাপন

সম্পর্ক বাড়াতে পাড়া-মহল্লায় উৎসব দরকার: মেয়র আতিক

January 8, 2021 | 10:14 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: প্রতিবেশীদের মধ্যে বন্ধন দৃঢ করতে রাজধানী ঢাকার প্রতিটি এলাকায় পাড়া-মহল্লাকেন্দ্রিক উৎসব করা দরকার বলে মনে করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

বিজ্ঞাপন

শুক্রবার (৮ জানুয়ারি) সকালে ঢাকা নর্থ লেডিস ক্লাবের উদ্যোগে আয়োজিত পৌষ পার্বণ পিঠা উৎসবে উপস্থিত হয়ে এ সব কথা বলেন তিনি। রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টর পার্কে এ উৎসবের আয়োজন করা হয়।

মেয়র বলেন, ‘আমি সবসময় বলি- সবাইকে নিয়ে আমাদের সবার ঢাকা। শহুরে জীবনে বেশিরভাগ মানুষেরই প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ নেই। সামাজিক মেলবন্ধন বাড়াতে পিঠা উৎসব এর পাশাপাশি প্রতিটি এলাকায় আমাদের পাড়া মহল্লা উৎসব করা দরকার।’

ঢাকা- ১৮ আসনের এমপি হাফেজ হাবিব হাসান বলেন, ‘আয়োজনকারীরা আমাদের ছোট বোন। ঢাকা নর্থ লেডিস ক্লাবের সব সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাই। দিনের শুরুতেই এত সুন্দর একটি পিঠা উৎসবের আয়োজন। আমি ব্যক্তিগতভাবে অনেক আনন্দিত হয়েছি এবং আমি সবসময় ছোট বোনদের পাশে আছি এবং ঢাকা নর্থ লেডিস ক্লাবের সাফল্য কামনা করছি।’

বিজ্ঞাপন

সরকারের সাবেক অতিরিক্ত সচিব খান মোহাম্মদ বিলাল বলেন, ‘শীত আসলেই পিঠা উৎসব হয়। সারাদেশে এই পিঠা উৎসবে যেন গ্রাম বাংলার এক মিলন মেলায় পরিণত হয়। ঋতু বৈচিত্র্যের এদেশে শীত আমাদের অনেকের কাছেই প্রিয়। ঐতিহ্যগত কারণে এ ঋতুর সঙ্গে পিঠার অন্যরকম যোগসূত্র আছে। তাই প্রতিবছর এই শীতকে বরণ করে নেয় পিঠা উৎসবের মাধ্যমে।’

এ সময়ে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি আরফিনা বিলাল ও ঢাকা নর্থ লেডিস ক্লাবের সদস্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচ/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন