বিজ্ঞাপন

‘রোনালদো আর কেউ হবে না’

March 18, 2018 | 6:43 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

আরেকটা ক্রিস্টিয়ানো রোনালদো কি তাহলে হবে না? পর্তুগিজ আইকনের মতে, তার সঙ্গে তুলনা করার মতো আর কোনো ফুটবলার এই বিশ্বে আসবে না। তার প্রতিভাকে চ্যালেঞ্জ জানানোর মতোও কেউ নেই বলে বিশ্বাস রিয়াল সুপারস্টারের।

২০০৩ সালে স্পোর্টিং সিপি থেকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন রোনালদো। এরপর ২০০৯ সালে নাম লেখান রিয়ালে। সেখানেই তার পূর্ণ বিকাশ হয়েছে বলে মনে করেন রোনালদো।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ইনস্টাগ্রামে পোস্ট করা এক সাক্ষাৎকারে জানান, ‘ক্যারিয়ারের শুরুতে আমি বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখতাম। তখন আমার বন্ধুরা আমার স্বপ্নকে বিশ্বাস করেনি। তারা আমার দিকে কৌতুকাচ্ছলে তাকাতো। ওরা বলাবলি করতো-তুমি কী বলছো এসব?’

বিজ্ঞাপন

রোনালদো আরও জানান, ‘সে সময় আমি মজার জন্য খেলতাম। কিন্তু আমার মনে সম্ভাবনার শুরু হলো ম্যানচেস্টার ইউনাইটেডে। তখন থেকেই আমি বিশ্বাস করতে শুরু করি আমার প্রতিভাকে চ্যালেঞ্জ জানানোর কেউ নেই।’

ভবিষ্যতেও রোনালদোর দ্বিতীয় কেউ হবে না বলে বিশ্বাস রোনালদোর, ‘ফুটবলের প্রতি আমার প্রতিভা, ত্যাগ, কাজ, নীতির সঙ্গে পাল্লা দেওয়ার মতো ফুটবলের ধারেকাছে খুব বেশি কাউকে দেখি না। কেউই আমার সঙ্গে তুলনীয় হবে না, রোনালদো আর কেউ হবে না। হয়তো আপনি হবেন আপনার মতো, কিন্তু আমি আমার মতো।’

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন