বিজ্ঞাপন

শিরোপার লড়াইয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

March 18, 2018 | 7:03 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

আর কিছু পরেই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে নিদাহাস টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। স্বাগতিক শ্রীলঙ্কা এই সিরিজে দর্শকের ভূমিকায়। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশ দলে কোনো পরিবর্তন নেই। ভারতের মোহাম্মদ সিরাজের জায়গায় এসেছেন জয়দেব উনাদকাট।

গ্রুপ পর্বে বাংলাদেশ শেষ ম্যাচে লঙ্কানদের হারিয়ে ফাইনালে ওঠে। আর প্রথম ম্যাচে লঙ্কানদের কাছে হারলেও টানা তিন জয়ে ফাইনালে ওঠে টিম ইন্ডিয়া। দেশের বাইরে থেকে প্রথম কোনো শিরোপা জিতে আনার স্বপ্নপূরণের হাতছানি বাংলাদেশের।

প্রেমাদাসা স্টেডিয়ামে রোববার (১৮ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে হাইভোল্টেজ এই ফাইনালটি।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টিতে এখনো ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। সাতবারের মুখোমুখি লড়াইয়ে প্রতিবারই জিতেছে টিম ইন্ডিয়া। এই সিরিজেই প্রথম মুখোমুখি দেখায় বাংলাদেশ হেরেছিল বড় ব্যবধানে। তবে, সবশেষ দেখাতে জয়ের কাছাকাছি চলে গিয়েছিল তামিম-মুশফিকরা। সেই ম্যাচে হেরেছিল মাত্র ১৭ রানের ব্যবধানে। তবে, স্বাগতিক শ্রীলঙ্কাকে দুই ম্যাচেই হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে ওঠে সাকিব অ্যান্ড কোং।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন