বিজ্ঞাপন

নেপাল থেকে মরদেহ আসছে আজ, জানাজা আর্মি স্টেডিয়ামে

March 19, 2018 | 8:19 am

।।স্পেশাল করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতদের মরদেহ দেশে আসছে সোমবার দুপুরের পর। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)  জানিয়েছে, বিমান বাহিনীর একটি কার্গো বিমানে করে মরদেহগুলো দেশে আনা হবে ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টারমাক-১ এ অবতরণ করবে বিমানটি। সেখান থেকে মরদেহগুলো নেওয়া হবে আর্মি স্টেডিয়ামে। এ সময় নিহতদের স্বজনদের বিমানবন্দরে থাকতে বলা হয়েছে।

এদিকে সকাল ৯ টার দিকে নেপালে বাংলাদেশ দূতাবাসে নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়। এতে নিহতদের স্বজন, প্রবাসী বাংলাদেশি, কূটনীতিকরা ও দূতাবাসের কর্মকর্তারা অংশ নেন। জানাজার সময় নিহতের স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।

বিজ্ঞাপন

ইউএস-বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা আসিফ ইমরান  জানান,সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে হাসপাতাল থেকে মরদেহগুলো নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে নিয়ে যাওয়া হয়। সকাল ৯টায় সেখানে জানাজা পর মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। নিহতের বিমান বাহিনীর বিমানে করে আনা হবে। একই সময় নিহতদের স্বজন এবং বাংলাদেশি চিকিৎসকরাও  ইউএস-বাংলার ফ্লাইটে করে ফিরবেন।

এদিকে, নেপালের টিচিং হাসপাতালেই বাংলাদেশ মেডিকেল টিমের প্রধান ডা. সোহেল মাহমুদ জানিয়েছেন, শনাক্ত হওয়া নিহতের স্বজনরা তাদেরকে দেখার সুযোগ পেয়েছেন। সবশেষ ২৩ বাংলাদেশির লাশ  শনাক্ত হয়েছে। বাকি তিনজনকে শনাক্ত করতে  ডিএনএ পরীক্ষা করাতে হবে।

বিজ্ঞাপন

মরদেহ শনাক্ত হওয়া বাংলাদেশিরা হলেন— রফিক উজ্জামান-সানজিদা হক এবং তাদের আট বছরের ছেলে অনিরুদ্ধ জামান, তাহিরা তানভীন শশী, মিনহাজ বিন নাসির, রকিবুল হাসান, মতিউর রহমান, আখতার বেগম, হাসান ইমাম, তামারা প্রিয়ম্মী, এস এম মাহমুদুর রহমান, বিলকিস আরা, সাংবাদিক ফয়সাল আহমেদ, নুরুজ্জামান, বিমানটির ক্যাপ্টেন আবিদ সুলতান, কো-পাইলট পৃথুলা রশীদ, কেবিন ক্রু খাজা সাইফুল্লাহ,বেগম হারুন নাহার বিলকিস বানু,নাজিয়া আফরিন চৌধুরী,আঁখি মনি, এফএইচ প্রিয়ক, উম্মে সালমা ও শারমিন আখতার নাবিলা।

এছাড়া আলিফুজ্জামান, পিয়াস রায় ও মো.নজরুল ইসলাম মরদেহ শনাক্ত করা যায়নি।

বিজ্ঞাপন

গত সোমবার (১২ মার্চ) কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এতে ২৬ বাংলাদেশিসহ ৫১ জন নিহত হয়েছেন।

সারাবাংলা/জেএ/জেডএফ

আরও পড়ুন

নেপাল ট্রাজেডি: মরদেহ আসছে কাল

নিহতদের প্রথম জানাজা নেপালের বাংলাদেশ দূতাবাসে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন