বিজ্ঞাপন

দলকে নিয়ে গর্বিত নাজমুল হাসান

March 19, 2018 | 1:17 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

নিদাহাস ট্রফি শেষ করে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল। সোমবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে টাইগাররা।

ফাইনালে ভারতের বিপক্ষে জয় না পেলেও দলের এমন খেলায় খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। আজ সকালে বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘এতো কাছে গিয়ে হার, আমি মনে করি সকল বাংলাদেশির মনের অবস্থা একই। নিশ্চিত জিতে যাওয়া অবস্থা থেকে হেরে যাওয়া মেনে নেওয়া যায় না। কষ্ট বলবো নাকি কি আফসোস বলবো..। কিছু ঘটনা থাকে সহজেই মুছে যাওয়ার নয়। এটা সারাজীবন মনে থাকার মতো ঘটনা।’

আমি যেটা বলবো, আমরা ফাইনাল ম্যাচ হেরে গেছি। এ জন্য অনেক কষ্ট পেয়েছে, হতাশ হয়েছে। আমি শুধু একটা কথাই বলব, আমাদের ছেলেরা আমাদের চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছে।  আমি ওদের সঙ্গে ছিলাম। আমি জানি ওদের অবস্থা। ওরা অনেক ভেঙ্গে পড়েছিল।  আমি ওদেরকে বলেছি, হারজিত বড় কথা নয়। একদল জিতবে আরেক দল হারবে। তবে আমি ভালো খেলা দেখতে চাই।  এবং প্রত্যেকটা খেলা তারা ভালো খেলেছে এবং বীরের মতো খেলেছে।’

বিজ্ঞাপন

এই বাংলাদেশের খেলা দেখে যা প্রাণ ভরে গেছে, সেটাও বললেন নাজমুল হাসান,‘যাওয়ার সময় দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা সিরিজের ব্যর্থতা মাথায় ছিল। যাওয়ার সময় ভেবেছি, এখন আরও কঠিন চ্যালেঞ্জ। ভারতের মতো শক্তিশালী দল। ওখানে যাওয়ার পর প্রথম ম্যাচ থেকে ওরা যেভাবে ক্রিকেট খেলেছে, তাতে করে একটা জিনিস মনে হয়েছে আমরা জিততে পারবো। এটা শুধু আমার মধ্যে না, প্রতিটা খেলোয়াড়দের মধ্যে দেখিছি। ফাইনাল যে এতো ক্লোজ হবে আমরা ভাবিনি। ভারত টি-টোয়েন্টি শক্তিশালী দল, আমরা এই ফরম্যাটে এখনো তেমন দল হয়ে উঠতে পারিনি। শ্রীলঙ্কার সঙ্গে শেষ ম্যাচ খেলতে নামার আগে বলছিল, আমরা ফাইনালে গিয়ে চ্যাম্পিয়ন হবো। এবার এমন বাংলাদেশকে দেখে খুব ভালো লেগেছে।

আমাদের দলের সেরা চার ব্যাটসম্যান ফাইনালে রান করতে পারেনি, তারপরও এই পুঁজি নিয়ে আমরা যেভাবে লড়েছি এটা প্রশংসার দাবি রাখে। এবং শেষ বল পর্যন্ত আমরা লড়াই করেছি।  আমি সেইজন্য বলবো তারা হয়তো কষ্ট দিয়েছে, হতাশ করেছে। কিন্তু তারা বীরের মতো লড়াই করেছে। সেই কারণে আমি তাদের উপর খুশি।’

সারাবাংলা/ এএম/ এসএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন