বিজ্ঞাপন

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট স্কোয়াডে গাপটিল

March 19, 2018 | 2:46 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট খেলবে নিউজিল্যান্ড। অকল্যান্ডে প্রথম টেস্ট শুরু হবে বৃহস্পতিবার। এই ম্যাচের আগেই তাই দলে ডাক পেলেন অলরাউন্ডার মার্টিন গাপটিল।

ইংলিশদের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে বেশ শক্তপোক্ত হয়েই নামছে স্বাগতিক নিউজিল্যান্ড। ১৩ সদস্যের দলে তাই গাপটিলকে যোগ করেছেন নির্বাচক গাভিন লার্সেন, ‘ফাইনালের জন্য আমরা মার্টিনকে বেছে নিয়েছি, মিডল অর্ডারে খেলে সে ভালো কিছু দিতে পারবে।’

বিজ্ঞাপন

জাতীয় দলের জার্সিতে ৪৭টি টেস্ট খেলেছেন এই গাপটিল। ব্যাট হাতে করেছেন ২ হাজার ৫৮৬ রান। এছাড়াও জাতীয় দলের হয় ১৫৯টি ওয়ানডে এবং ৭৫টি টি-টোয়েন্টি খেলেছেন এই কিউই তারকা।

ইনজুরিতে পড়া রস টেলরকেও মঙ্গলবার প্রাকটিসে দেখা যাবে বলে জানিয়েছেন কিউইদের এই নির্বাচক, ‘আগামীকাল থেকেই রস অনুশীলনে অংশ নেবে বলে আশা করা যাচ্ছে। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া ম্যাচে ভালো কিছু দেখাতে পারবো বলে মনে করছি।’

অকল্যান্ডের ইডেন পার্কে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া ম্যাচটি নিউজিল্যান্ডের প্রথম দিবা-রাত্রি ম্যাচ। স্থানীয় সময় দুপুর দুইটা এবং বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন