বিজ্ঞাপন

এক সপ্তাহে ৮ হাজার কোটি টাকা মূলধন হারিয়েছে ডিএসই

January 30, 2021 | 2:37 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: গত সপ্তাহজুড়েই পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। এতে করে এক সপ্তাহেই ৮ হাজার কোটি টাকার বেশি বাজার মূলধন হারিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এই সপ্তাহেই এক মাসের মধ্যে প্রথমবারের মতো হাজার কোটি টাকা লেনদেনের ঘটনাও ঘটেছে। এ নিয়ে পর পর দুই সপ্তাহ পতনের মধ্য শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন।

বিজ্ঞাপন

গত সপ্তাহে (২৩ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি) পুঁজিবাজারে মার্জিন ঋণের নতুন সুদ হার কার্যকর নিয়ে কিছুটা অস্থিরতা দেখা দেয় স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলোর মধ্যে। এতে করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি) মার্চেন্ট ব্যাংকগুলোকে নতুন সুদ হার কার্যকর করতে আরও চার মাস সময় দিয়েছে। এসব কারণে গত সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের মাঝে কিছুটা অস্থিরতা দেখা দেয়। এ সময় বড় অঙ্কের বাজার মূলধন হারানোর পাশাপাশি গত সপ্তাহজুড়েই ডিএসইতে কমেছে সবক’টি মূল্য সূচক। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।

গত সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন কমে দাঁড়িয়েছে ৪ লাখ ৮৪ হাজার ১২ কোটি টাকায়। এর আগের সপ্তাহ (১৫ থেকে ২১ জানুয়ারি) শেষে ডিএসইর বাজার মূলধন ছিল ৪ লাখ ৯২ হাজার ২৮৯ কোটি টাকা। সে হিসাবে এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ৮ হাজার ২৭৭ কোটি টাকা।

এদিকে, আগের সপ্তাহে বাজার মূলধন কমেছিল ৯ হাজার ৪২০ কোটি টাকা। সে হিসাবে গত দুই সপ্তাহের পতনে ডিএসই ১৭ হাজার ৬৯৭ কোটি টাকা বাজার মূলধন হারিয়েছে। অবশ্য এর আগে টানা সাত সপ্তাহের উত্থানে ডিএসইর বাজার মূলধন বেড়েছিল ১ লাখ ১১ হাজার কোটি টাকা।

বিজ্ঞাপন

সূত্র জানায়, ডিএসইর বাজার মূলধন হ্রাস-বৃদ্ধির অর্থের অনুপাতে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম সম্মেলিতভাবে ওই পরিমাণ বেড়েছে বা কমেছে। সে হিসাবে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম সাত সপ্তাহে ১ লাখ ১১ হাজার কোটি টাকা বেড়ে যাওয়ার পর দুই সপ্তাহে ১৭ হাজার ৬৯৭ কোটি টাকা কমেছে।

গত সপ্তাহে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১১১ দশমিক ৮২ পয়েন্ট। গত দুই সপ্তাহের এই পতনের আগে টানা সাত সপ্তাহের উত্থানে ডিএসই’র প্রধান সূচকটি ১ হাজার ৩৭ পয়েন্ট বেড়েছিল। প্রধান মূল্য সূচকের পাশাপাশি টানা দুই সপ্তাহ পতন হয়েছে ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচকেরও। গত সপ্তাহজুড়ে সূচকটি কমেছে ১৭ দশমিক ২৪ পয়েন্ট। আগের সপ্তাহে এই সূচকটি কমে ২৮ দশমিক ৩৩ পয়েন্ট। সব মিলিয়ে সাত সপ্তাহের উত্থানে সূচকটি ৫৪৬ পয়েন্ট বেড়ে যাওয়ার পর দুই সপ্তাহে কমেছে ৪৫ দশমিক ৫৭ পযেন্ট। ইসলামি শরিয়াহভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচকও টানা দুই সপ্তাহ পতনের মধ্যে রয়েছে। গত সপ্তাহে সূচকটি কমেছে ১৪ দশমিক ২৫ পয়েন্ট। আগের সপ্তাহে কমে ২৮ দশমিক ৮৬ পয়েন্ট। এর আগে টানা পাঁচ সপ্তাহে সূচকটি বেড়েছিল ২০৪ পয়েন্ট।

সবক’টি মূল্যসূচকের পতনের পাশাপাশি গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে দাম বেড়েছে মাত্র ৫১টি প্রতিষ্ঠানের শেয়ারের। বিপরীতে দাম কমেছে ২৫৫টির এবং ৫৯টির দাম অপরিবর্তিত ছিল। সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ২০৩ কোটি ২৫ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ১ হাজার ৫৬৪ কোটি ৯৭ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৩৬১ কোটি ৭২ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ২৩ দশমিক ১১ শতাংশ কম।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/টিআর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন