বিজ্ঞাপন

স্পিন স্বর্গে টাইগারদের শেষ বিকেলের স্বস্তি

January 30, 2021 | 5:50 pm

স্পোর্টস ডেস্ক

প্রথম দিনে বিসিবি একাদশই ছিল খানিকটা এগিয়ে। ওয়েস্ট ইন্ডিজকে আড়াই’শ (২৫৭) পেরুতেই গুটিয়ে দিয়ে বিনা উইকেটে ২৪ রান তুলেছিল বিসিবি একাদশ। কিন্তু দ্বিতীয় দিনের প্রথম দুইটা সেশনে পুরো একক আধিপত্য দেখিয়েছেন ক্যারিবিয়ানরা। রাহকিম কার্নওয়ালের ঘূর্ণিতে স্বাগতিকদের ১৬০ রানেই গুটিয়ে দিয়ে টপ অর্ডারে দারুণ ব্যাটিং করেছে সফরকারীরা। শেষ বিকেলে অবশ্য ঘূর্ণি বিষ ঢালতে পেরেছে বিসিবি একাদশও। তবুও তিন দিনের প্রস্তুতি ম্যাচটাতে অনেকটা এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ।

বিজ্ঞাপন

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৭৯ রান তুলে আজ দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন সফরকারীরা। অর্থাৎ দুই ইনিংস মিলিয়ে এখনই ক্যারিবিয়ানদের লিড আড়াইশ (২৭৬) পেরিয়েছে। হাতে এখনো পাঁচ উইকেট আছে বলে কাল লিড বাড়ানোর সুযোগও পাবেন সফরকারীরা। তা না করলেও ম্যাচ হারার সম্ভাবনা থাকেই যাচ্ছে বিসিবি একাদশের। ২৭৬ রানের লিডের পেছনে ছুটে সারা দিন ব্যাটিং করা চাট্টিখানি কথা নয়!

২৪ রানে দিন শুরু করা বিসিবি একাদশ আজ প্রথম উইকেট হারিয়েছে স্কোরকার্ডে কোনো রান যোগ না হতেই। সেখান থেকেই স্বাগতিক ব্যাটিং লাইনআপের দুর্দশা শুরু। অবশ্য শুধু সাইফ, সাদমান, শান্তরা নয়, তিন দিনের প্রস্তুতি ম্যাচটাতে ভুগছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরাও।

এখন পর্যন্ত সফরকারীদের মিডল অর্ডার, লোয়ার অর্ডার বাংলাদেশের আনকড়া স্পিনের সামনে পুরো অসহায়। কিছুটা রান পেয়েছেন কেবল টপ অর্ডারের তিন ব্যাটসম্যান। স্পিন রাজত্ব চলছে এই ম্যাচে। এখন পর্যন্ত দুদলের পতন হওয়া ২৫ উইকেটের ১৮টিই নিয়েছেন স্পিনাররা। আজ দ্বিতীয় দিনে স্পিনে সবচেয়ে বেশি আলো কাড়লেন ওয়েস্ট ইন্ডিজের ১৪৫ কেজি ওজেনের ক্রিকেটার রাহকিম কর্নওয়েল।

বিজ্ঞাপন

দিনের শুরুতেই সাইফ হাসানকে (১৫) ফিরিয়েছিলেন কেমার রোচ। বাকি গল্পটা কার্নওয়াল এবং আরেক স্পিনার জোমেল ওয়ারিকানের। দুজনের স্পিনের সামনে দাঁড়াতে পারেননি বাংলাদেশি তরুণরা। ফিফটিহীন ইনিংসে দলীয় সর্বোচ্চ ৪৫ করেছেন নাইম শেখ। অবশ্য টেস্ট খেলতে পারেননি তিনি! ৪৫ রান করতে খেলেছেন মাত্র ৪৮টি বল, চার ৯টি।

অধিনায়কের দায়িত্ব পালন করা নুরুল হাসান সোহান ৩০ রান করেছেন ৫৩ বলে। চোটের কারণে অনেকদিন টেস্ট দলের বাইরে থাকা সাদমান ইসলাম অনিক ৮২ বলে করেছেন ২২ রান। ৪৭.৪ ওভারে ১৬০ রানে থেমেছে বাংলাদেশের প্রথম ইনিংস। রাহকিম কর্নওয়াল ৪৭ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। জোমেল ওয়ারিকান ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট।

বিজ্ঞাপন

পরে দ্বিতীয় ইনিংস শুরু করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে অপর ওপেনার জন কম্পবেল ও তিনে নামা এনক্রুমা বোনার দ্বিতীয় উইকেটে ১২৯ রানের জুটি গড়ে ক্যারিবিয়ানদের বড় লিড নিশ্চিত করেছেন। এই জুটি ভাঙার পর অবশ্য স্পিন ঝলক দেখিয়েছে বিসিবি একাদশ।

পার্ট টাইম স্পিনার সাইফ হাসান, তৌহিদ হৃদয়রাই বড় স্পিনার হয়ে উঠেছিলেন! ১ উইকেটে ১২৯ থেকে ৫ উইকেটে ১৭৭ হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। সাইফ ৩২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন তৌহিদ হৃদয়, খালেদ আহমেদ ও মুকিদুল ইসলাম মুগ্ধ।

১৩১ বল খেলে ৮০ রান করা বোনার অপরাজিত থেকে দিন শেষ করেছেন। কম্পবেল ৯৮ বলে ৬৮ রান করে আউট হয়েছেন।

উল্লেখ্য, বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের এই প্রস্তুতি ম্যাচ শেষ হতেই বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি খেলতে নামবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হওয়ার কথা ৪ ফেব্রুয়ারি থেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন