বিজ্ঞাপন

বিমানবন্দরে প্রস্তুত ২৩ অ্যাম্বুলেন্স ও ২ বাস

March 19, 2018 | 3:30 pm

উজ্জ্বল জিসান, সিনিয়র করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: নেপাল থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসছে ইউএস-বাংলা উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ২৩ বাংলাদেশির মরদেহ। তাদের বহনকারী বাংলাদেশ বিমান বাহিনীর কার্গো বিমানটি দুপুর সোয়া ২ টায় নেপালের ত্রিভূবন বিমানবন্দর ত্যাগ করে।

এদিকে ঢাকায় পৌঁছার পর নিহত এসব বাংলাদেশির দ্বিতীয় জানাযা হবে রাজধানীর আর্মি স্টেডিয়ামে। জানাযা শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। বিমানবন্দর থেকে মরদেহ গুলো আর্মি স্টেডিয়ামে আনতে ২৩টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

এ ছাড়া নেপাল থেকে ফেরত নিহতদের স্বজনদেরও বিমানবন্দর থেকে সরাসরি নিয়ে আসা হবে আর্মি স্টেডিয়ামে। তাদের জন্যও দুইটি বাস প্রস্তুত রাখা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

বিজ্ঞাপন

মরদেহবাহী বিমানবাহিনীর কার্গো বিমান এবং স্বজনদের বহনকারী ইউএস-বাংলার বিমানটি বিমানবন্দরে অবতরণের পর আনুষ্ঠানিক সব প্রক্রিয়া শেষে তাদের আর্মি স্টেডিয়ামে নিয়ে আসার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।

সারাবংলা/ইউজে/এমএস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন