বিজ্ঞাপন

সমালোচনাকে ব্যক্তিগতভাবে নেবেন না, রেজাউলকে নওফেল

January 31, 2021 | 4:20 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: গণমাধ্যমে প্রতিষ্ঠানের সমালোচনাকে ব্যক্তিগতভাবে না নেওয়ার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরীকে অনুরোধ করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। গণমাধ্যমের সমালোচনা বন্ধ হয়ে গেলে প্রতিষ্ঠান নির্জীব হয়ে যাবে বলেও তিনি সতর্ক করেছেন।

বিজ্ঞাপন

রোববার (৩১ জানুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উপমন্ত্রী নওফেল এ সব কথা বলেন। গণমাধ্যম কর্মীদের সঙ্গে নবনির্বাচিত মেয়রের এই মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখছিলেন নওফেল।

নগরপিতার কাছে সৎ সাহস নিয়ে সত্য তুলে ধরার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে নওফেল বলেন, ‘সাংবাদিকরা যখন তথ্য তুলে ধরতে পারে না বা তথ্য তুলে ধরে না অথবা সংবাদ প্রকাশ করে না- তখন কিন্তু একটি প্রতিষ্ঠান নির্জীব হয়ে যায়। একটি প্রতিষ্ঠান নিয়ে আপনি যতই সমালোচনা করবেন, প্রতিষ্ঠানটি কিন্তু সচল থাকবে। সৎ সাহস নিয়ে যত বেশি তথ্য আপনারা তুলে ধরবেন, ততই প্রতিষ্ঠানটি সচল থাকবে। না হলে মেয়র-কাউন্সিলররা অনেক চেষ্টা করেও সেটিকে সজীব করতে পারবেন না।’

তিনি বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের যেসব কর্মকর্তা-কর্মচারী আছেন তারা কিন্তু স্থায়ী, তারা সেখানে থেকে যাবেন। আর মাননীয় মেয়র কিন্তু অস্থায়ী, তাকে পাঁচবছর পর চলে যেতে হবে। কিন্ত যে প্রতিষ্ঠান জনগণের অর্থে পরিচালিত, জনগণের স্বার্থেই সেই প্রতিষ্ঠানের সব তথ্য তুলে ধরতে হবে গণমাধ্যমকে। সেই তথ্যের ভিত্তিতে মাননীয় মেয়র কর্মকর্তা-কর্মচারিদের জবাবদিহিতার আওতায় আনতে পারবেন। তাদের ধরতে পারবেন, জিজ্ঞেস করতে পারবেন যে- আপনি কাজটি কেন করেননি ? এই জবাবদিহিতাটা যদি তৈরি না হয় তাহলে প্রতিষ্ঠান নির্জীব হয়ে যাবে।’

বিজ্ঞাপন

পাশে বসা রেজাউল করিমকে উদ্দেশ্য করে নওফেল বলেন, ‘মাননীয় মেয়র- আপনাকে বিষয়টি এমনভাবে ধারণ করতে হবে যে, প্রতিষ্ঠানের সমালোচনা মানে ব্যক্তির সমালোচনা নয়। বরং সেই সমালোচনা আপনাকে শক্তিশালী করবে। শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আমরা প্রতিদিন অনেক বেশি নেতিবাচক সংবাদ দেখি। এটা আমাদের কাজের জন্য অনেক বেশি সহায়ক হয়। সরকারের এত বেশি শক্তি নেই যে সব তথ্য আমরা পাব। কোথায় গ্রামবাংলার কোন স্কুলে কি হচ্ছে সেটা গণমাধ্যমেই আমরা পাই।’

‘সুতরাং জনপ্রতিনিধির কাছে, নগরপিতার কাছে আপনারা সব তথ্য তুলে ধরবেন, আশা করব, তিনি অবশ্যই ব্যবস্থা নেবেন ‘- সাংবাদিকদের বলেন নওফেল

মেয়রকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আমরা যারা রাজনীতি করি, আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে। কিন্তু সেই প্রতিযোগিতা যেন হয় মানুষকে সেবা দেওয়ার। এটা এমন হবে যে, আমি একটা কাজ করে সিটি করপোরেশনকে সহযোগিতা করব, সিটি করপোরেশন যেন সেই সহযোগিতাটা আন্তরিকভাবে গ্রহণ করে। আমি মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার পর সিটি করপোরেশনের স্কুলগুলোকে যতটা পেরেছি, আলোচনার মাধ্যমে একটা অবস্থায় নিয়ে আসতে চেষ্টা করেছি। কিন্তু সেখানে কিছুটা প্রতিবন্ধকতা ছিল।’

বিজ্ঞাপন

রেজাউলকে উদ্দেশ্য করে নওফেল আরও বলেন, ‘আমাদের সংসদ সদস্যগণ অবশ্যই আপনার (মেয়র) সহায়ক শক্তি হতে পারে। এই সহায়তা আমাদের চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক মহোদয়, যিনি মাত্র অল্প কিছুদিন দায়িত্ব পালন করছেন, তিনি চেষ্টা করেছেন সমন্বয় করতে। আমরা আপনার কাছেও আশা করছি এটা। কারণ আপনিও একজন সৃজনশীল মানুষ। আমরা আপনার কাছে ভিন্নকিছু পাব, আপনি একটা বৈপ্লবিক পরিবর্তন আনবেন, এই আশা করছি।’

চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন চসিকের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী, নগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সাবেক সভাপতি কলিম সরওয়ার এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।

এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন চলাকালে হামলায় আহত ছাত্রলীগ নেতা তানভীর ফয়সাল ইভানকে দেখতে নগরীর হাইলেভেল রোডে তার বাসায় যান উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসময় তিনি বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। বিএনপির মিছিল থেকে অতর্কিত হামলায় আহত হয়েছেন আমাদের কর্মী ইভান। আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। সন্ত্রাসী দলের মধ্যে থাকুক কিংবা দলের বাইরে থাকুক, কেউ পার পাবে না।

এ সময় নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, ও শফিক আদনান, আহত ইভানের বাবা প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, নবনির্বাচিত লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল উপমন্ত্রীর সঙ্গে ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন