বিজ্ঞাপন

বেতন বাড়ানোর দাবি নেইমারের!

March 19, 2018 | 4:54 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে এসেছেন এক বছর পার হয়নি। রেকর্ড ট্রান্সফার ফি গড়া নেইমারকে নিয়ে এখনও আলোচনা চলছেই। কয়েক মাস ধরেই বাতাসে গুঞ্জন ফরাসি ক্লাব ছেড়ে নেইমার আবারো ফিরতে যাচ্ছেন স্পেনে। তবে, বার্সায় নয়, তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে রিয়ালের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল পিএসজিকে। স্প্যানিশ জায়ান্টরা সেবারই বুঝিয়ে দিয়েছিল ব্যালন ডি অর জিতে বিশ্বসেরা হতে নেইমারকে রিয়ালের মতো দলেই খেলতে হবে।

আপাতত ইনজুরিতে নেইমার। পুনর্বাসন চলছে ব্রাজিলে। রাশিয়া বিশ্বকাপের আগেই ব্রাজিল আইকন যোগ দেবেন রিয়ালে-এমন গুঞ্জন বেশ ভালোভাবেই হাওয়া পেয়েছে।

বিজ্ঞাপন

এরই মধ্যে পিএসজির মালিক নাসের আল খেলাইফি নেইমারকে দেখতে ব্রাজিলে উড়ে গিয়েছিলেন। সেখানে নেইমারের সাথে কথা বলেছেন। আশ্বাস দিয়েছেন পিএসজিতে থাকাকালীন সব ধরনের সহযোগিতার।

দ্য টাইমসের একটি রিপোর্টে জানানো হয়, পিএসজিকে নেইমার কথা দিয়েছেন, তিনি প্যারিসেই থাকবেন। তবে সে জন্য শর্ত হলো পারিশ্রমিক বাড়াতে হবে। নেইমার এবং তার এজেন্ট বাবা খেলাইফির কাছে বার্ষিক আরও এক মিলিয়ন পাউন্ড পারিশ্রমিক দাবি করেছেন।

এদিকে, ব্রাজিলের মিডিয়া জানাচ্ছে, নেইমারের বাবা আলোচনা করেছেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গেও। এখন দেখার বিষয় নেইমার প্যারিসেই থাকবেন নাকি আবারো স্পেনে পাড়ি দিয়ে রিয়ালের জার্সিতে খেলবেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন