বিজ্ঞাপন

শক্ত হাতে প্রতিরোধ হবে দাঙ্গা-হাঙ্গামা: ফিফা সভাপতি

March 19, 2018 | 6:10 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুত আয়োজক দেশ রাশিয়া। তবে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলো এই মেগা আসরকে পন্ড করার পায়তারা চালাচ্ছে। এদিকে, বসে নেই ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, রাশিয়া বিশ্বকাপ কোনো রণক্ষেত্রে পরিণত হবে না।

ফিফা সভাপতি ইনফান্তিনো আরও জানালেন, ’জঙ্গি সংগঠনদের নিয়ে ভয়ের কিছু নেই। রাশিয়া তাদের রুখে দিতে প্রস্তুতি সেরে রেখেছে। বিশ্বকাপ আয়োজনকে সফল করার জন্য প্রয়োজনীয় সবকিছু করার বিষয়ে রুশ কর্তৃপক্ষ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। সমর্থকদের মধ্যে যে কোনো ধরনের ভয়-ভীতি ও দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে সব রকম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নিশ্চয়তা দিয়েছেন রুশ কর্তৃপক্ষ এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।’

সম্প্রতি বেশ কিছু ম্যাচে দর্শকদের মধ্যেই দাঙ্গা লেগে যাচ্ছে। বিষয়টি নিয়ে শঙ্কিত হলেও বিদেশি সমর্থকরাও কোনো শঙ্কা অনুভব করবে না বলেও নিশ্চিত ফিফা প্রধান, ‘আমরা কোনো রণক্ষেত্রে যাচ্ছি না। আপনারা ম্যাচ উপভোগ করবেন, খেলা দেখবেন। আমরা একটি ফুটবল পার্টিতে যোগ দিতে যাচ্ছি। সেখানে যদি কেউ কোনো ধরনের বিপত্তি ঘটাতে চায় তাহলে সে নিজেই সমস্যায় পড়বে।’

বিজ্ঞাপন

বেশ কয়েকবার ফুটবলের মেগা ইভেন্টগুলোতে রাশিয়ানদের সঙ্গে দাঙ্গায় জড়িত ছিল ইংলিশরা। এবার তেমন কিছু হবে না বলেই বিশ্বাস ইনফান্তিনোর, ‘যে কোনো ধরনের সহিংসতা বিশেষ করে রুশ এবং ইংলিশ সমর্থকদের মধ্যে দাঙ্গা শক্ত হাতে প্রতিরোধ করা হবে।’

আগামী ১৪ জুন বিশ্বকাপের পর্দা উঠবে। বিশ্ব কাঁপানো এই ইভেন্টের শেষ ১৫ জুলাই, ফাইনালের মধ্যদিয়ে।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন