বিজ্ঞাপন

সবাই চায় আমি যেন বিশ্বকাপ জিতি: মেসি

March 19, 2018 | 7:39 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

সেই ১৯৮৬ সালে শেষবার বিশ্বকাপ জিতেছিল দিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি, গ্যাব্রিয়েল বাতিস্তুতা, ওর্তেগা, আলফ্রেডো ডি স্টেফানো, হারনান ক্রেসপোর আর্জেন্টিনা। বিশ্বকাপ শিরোপা ছুঁয়ে দেখার ৩২ বছর পার হয়ে গেছে।

গত বিশ্বকাপে মেসি দলকে তুলেছিলেন ফাইনালে। ক্লাব ক্যারিয়ারে প্রায় সব পাওয়া মেসির থলিতে নেই শুধু বিশ্বকাপের শিরোপা। দেশের জার্সিটা গায়ে চাপলেই বার বার তাকে শিরোপা বঞ্চিত হতে হয়।

ব্রাজিল বিশ্বকাপের ফাইনালের পর দুইবার কোপা আমেরিকার ফাইনালেও আর্জেন্টিনাকে তুলেছিলেন মেসি। দুইবারই চিলির কাছে হেরেছিল মেসির দল। এবার রাশিয়া বিশ্বকাপের শিরোপা স্বপ্ন দেখছে আর্জেন্টাইনরা। তাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে অধিনায়ক মেসিকে।

বিজ্ঞাপন

পর পর তিনটি মেগা টুর্নামেন্টের ফাইনালে হেরে মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছিলেন। সেটা নিয়ে কম ঘটনা ঘটেনি। শেষে ভক্ত-সমর্থকদের অনুরোধে আবারো জাতীয় দলের জার্সি গায়ে চাপান। বিশ্বকাপের বাছাইপর্বে ধুঁকতে থাকা আর্জেন্টিনাকে সরাসরি রাশিয়ার টিকিট পাইয়ে দিতে বাাঁচা-মরার নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে হ্যাটট্রিক করেন মেসি।

এবারো আর্জেন্টিনাকে রাশিয়া বিশ্বকাপের ফেভারিট ধরা হচ্ছে। সেটা মেসির কারণেই। ভক্ত-সমর্থকদের বিশ্বাস জন্মেছে তাদের অধিনায়কের কারণেই। ভক্তদের এই ভালোবাসায় ভীষণ অভিভূত আর্জেন্টাইন সুপারস্টার, ‘আমি সব জায়গায় দেখি, কত মানুষ আমার জন্য ভালো একটি বিশ্বকাপ চায়। তাদের সবার মনের মধ্যে একটাই আশা, আমি যেন বিশ্বকাপ জিতি। সত্যিই এটা ভীষণ নাড়া দেয়। বিশ্বের নানা প্রান্ত থেকে তারা আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন এবং আমার হাতে এটা (বিশ্বকাপ) দেখার জন্য অপেক্ষা করছে। আসলেই মনে লাগার মতো একটা ব্যাপার।’

এবার বিশ্বকাপের শিরোপা জিততে না পারলেও অবসর নেবেন মেসি। তিনি আরও জানান, ‘আমরা শেষবারের মতো একসঙ্গে খেলছি, এমন একটা অনুভূতি তো আছেই। মনে হয়, তিনবার ফাইনাল খেলা কোনো কাজেই আসেনি। অবশ্যই, ফলাফলের উপর অনেক কিছু নির্ভর করছে, দুর্ভাগ্যজনকভাবে। পুরো দলের মধ্যে এই ভাবনাটা আছে কি না? আমরা তিনবার ফাইনাল খেলেছি, দুর্ভাগ্যজনকভাবে জিততে পারিনি। এটা নিয়ে অনেক কথাও হয়েছে। সমালোচকরা ভাবে না, আমরা চ্যাম্পিয়ন হওয়ার কাছে চলে গিয়েছিলাম। তারা ভাবে আমাদের আরেকটি সুযোগ নেই। যদি তাই হয়, তবে তারা জাতীয় দলের সবাইকেই অবসর নিতে বলবে।’

বিজ্ঞাপন

আর কদিন পরেই ইতালি আর স্পেনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন