বিজ্ঞাপন

আমরা কোনো ষড়যন্ত্রকে ভয় পাই নাই: বিপ্লব বড়ুয়া

February 7, 2021 | 1:46 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, আমরা কোনো ষড়যন্ত্রকে ভয় পাই নাই। সকল আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্র মোকাবিলা করেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

বিজ্ঞাপন

রোববার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ কৃষকলীগের শোভাযাত্রার আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হাত থেকে জাতিকে সুরক্ষা রাখতে অতি দ্রুত ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে কৃষকলীগের উদ্যোগে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। তার আগে সংক্ষিপ্ত আলোচনা হয়। এরপর কৃষকলীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে বঙ্গবন্ধু এভিনিউ চত্বরের মধ্যে সীমাবদ্ধ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শোভাযাত্রা করেন।

করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে সরকারবিরোধী মহলের নানামুখী ষড়যন্ত্র ও গুজব, অপপ্রচারের প্রসঙ্গ তুলে ধরেন বিপ্লব বড়ুয়া। তিনি বলেন, অনেকে কত ভবিষ্যদ্বাণী, কত অপপ্রচার, কত গুজব ছড়িয়েছে। হাজার হাজার মানুষ মারা যাবে, দাফন করার লোক থাকবে না- এমন অনেক গুজব ছড়িয়ে বিভ্রান্ত করতে চেয়েছে। কিন্তু যুবলীগ, কৃষকলীগসহ আমাদের দলের নেতাকর্মীরা যে সকল মানুষ মারা গেছে তাদের দাফনের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার আহ্বানে তাদের দায়িত্ব আমাদের দল পালন করেছে।

বিজ্ঞাপন

করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন গ্রহণ নিয়েও সরকাবিরোধীরা নানামুখী অপপ্রচার, গুজব ছড়িয়ে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেন বিপ্লব বড়ুয়া।

তিনি বলেন, এই টিকা নিয়েও অনেক ধরনের গুজব সৃষ্টি করা হয়েছে। পদ্মাসেতু আজকে আমাদের সামনে দৃশ্যমান হয়েছে। আমরা নিজের টাকায় পদ্মাসেতু করেছি। সেই পদ্মাসেতু নিয়েও নানা ধরনের গুজব আপনারা শুনেছেন।

পদ্মা সেতুতে শিশুদের মাথা লাগবে- বিগত সময়ে এমন গুজবের উদহারণ দিয়ে বিপ্লব বড়ুয়া বলেন, এই ধরনের কুসংস্কার, এই ধরনের গুজব বিএনপি করেছে, বিএনপির নেতারা করেছে। এই ভ্যাকসিন নিয়েও তারা বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে।

বিজ্ঞাপন

আল-জাজিরা সরকারবিরোধী মহলের ষড়যন্ত্রে অপপ্রচার শুরু করেছে জানিয়ে বিপ্লব বড়ুয়া বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, এই স্বাধীন বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা সেই মাটিতে দাঁড়িয়ে জাতির পিতার কন্যার নেতৃত্বে সারাবিশ্বে আজ মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা পেয়েছি। আমরা কোনো ষড়যন্ত্রকে ভয় পাই নাই। বাংলাদেশ আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্র মোকাবেলা করেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। কৃষক লীগের সভাপতি সমীর চন্দ সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি সভা পরিচালনা করেন। সঞ্চালককে সভা পরিচালনায় সহায়তা করেন যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু।

সারাবাংলা/এনআর/এসএসএ

Tags: , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন