বিজ্ঞাপন

আইসিসি’র ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ রিশব পন্ত

February 9, 2021 | 3:55 pm

স্পোর্টস ডেস্ক

গেল মাসেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি থেকে বিবৃতি দিয়ে জানায় এখন থেকে মাসের সেরা ক্রিকেটার ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ নির্বাচন করবে। এতোদিন কেবল বর্ষসেরা ক্রিকেটার ও দশক সেরা ক্রিকেটারই নির্বাচন করে আসছিল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। আর প্রথম মাসেই আইসিসি’র মাসিক সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশব পন্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর বীরত্বেই সিরিজ জিতে ফিরেছিল ভারত।

বিজ্ঞাপন

অজিদের বিপক্ষে সিরিজের শেষ দুই টেস্টে সিদনিতে ৯৭ ও ব্রিসবেনে ৮৯ রান করে অপরাজিত থেকে ভারতকে সিরিজ জেতান পন্ত।

এক মাসের পারফরম্যান্স বিবেচনা করে ‘প্লেয়ার অফ দ্যা মান্থ’ নির্বাচন করা হবে। ভোটিং পন্ধতিতে সেরা নির্বাচন করবে আইসিসি। এই ভোটিংয়ে অংশ নিবেন আইসিসি’র ভোটিং একাডেমি এবং বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্রিকেট সমর্থকরা। আইসিসি’র ভোটিং একাডেমি গঠিত হয় ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকারদের নিয়ে। নির্বাচনে ভোটিং একাডেমির ভোট বিবেচনা করা হবে শতকরা ৯০ ভাগ, আর বাকি ১০ ভাগ সমর্থকদের ভোট।

আইসিসি’র ভোটিং একাডেমির পক্ষ থেকে রমিজ রাজা বলেন, ‘রিশব পন্ত দুর্দান্ত দুটি ইনিংস খেলে ভারতকে সিরিজে জেতান। তাঁর দুটি দুর্দান্ত ইনিংসের একটিতে ভারত ম্যাচ ড্র করে আরেকটিতে ম্যাচ জেতে সফরকারিরা।’

বিজ্ঞাপন

পুরস্কার জিতে রিশব পন্ত জানান, ‘আমি আইসিসি’র মাসিক সেরা ক্রিকেটারের পুরস্কার জেতায় খুব সম্মানবোধ করছি। যেকোনো খেলোয়াড়ের জন্য তাঁর দলের জয়ে ভুমিকা রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে এছাড়াও এমন ব্যক্তিগত ছোট ছোট অর্জনগুলোও অনেক আশা যোগায়। এই পুরস্কার আমি গোটা ভারতীয় দল এবং ভারতের সমর্থকদের উৎসর্গ করছি।’

সারাবাংলা/এসএস

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন