বিজ্ঞাপন

২ দিন পর পুঁজিবাজারের সূচক ঊর্ধ্বমুখী

February 9, 2021 | 4:39 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: পুঁজিবাজারে পতন থেমেছে। টানা দুই দিন সূচকের অস্বাভাবিক পতনের পর মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ঘুরে দাঁড়িয়েছে দেশের দুই পুঁজিবাজার। এদিন দুই পুঁজিবাজারেই সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে আর্থিক ও শেয়ার লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪৯টি কোম্পানির ১৬ কোটি ৭৩ লাখ ২৫ হাজার ১৪৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২৪০টির, কমেছে ১৭টির। ৯২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।

দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬৮৩ কোটি ৩০ লাখ টাকায়। আগের দিন (সোমবার) ডিএসইতে লেনদেন হয়েছিল ৭৮৯  কোটি ৮০ লাখ টাকা।

অন্যদিকে, এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৯৮ পয়েন্টে উন্নীত হয়েছে। একইসঙ্গে ডিএসই শরিয়া সূচক ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৩৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৬ পয়েন্টে উন্নীত হয়েছে।

বিজ্ঞাপন

এদিন দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৩৭টি কোম্পানির ৯৫ লাখ ৪২ হাজার ৫২০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৬০টির, কমেছে ২৮টির, অপরিবর্তিত ছিল ৪৯ কোম্পানির শেয়ারের দাম।

দিনশেষে সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৪০০ পয়েন্ট বেড়ে ১৫  হাজার ৯১৯ পয়েন্টে উন্নীত হয়েছে। এদিন সিএসইতে ২৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের দিন (সোমবার) সিএসইতে ৩৮ কোটি ১১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/টিআর

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন