বিজ্ঞাপন

দলে বেশ কয়েকজন নেতা আছে: সাকিব

December 11, 2017 | 6:38 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

কালই মাত্র টেস্ট অধিনায়ক হিসেবে দ্বিতীয় ইনিংসের দায়িত্ব পাওয়ার খবরটা জেনেছেন। আজ ঢাকা ডায়নামাইটসের অনুশীলনে স্বাভাবিকভাবেই সেটি নিয়ে কথা হলো। সাকিব আল হাসান অবশ্য নিজের ভূমিকা আলাদাভবে দেখছেন না। বরং বলছেন, দলে বেশ কয়েকজন নেতা আছে, সবাই মিলেই সিদ্ধান্ত নেবেন।

ছয় বছর আগে টেস্ট অধিনায়কত্বের ব্যাটনটা যার হাতে তুলে দিয়েছিলেন, সেই মুশফিকের কাছ থেকেই আবার সেটি নিয়েছেন সাকিব। মুশফিক এখনো আছেন দলে, আছেন বন্ধু সতীর্থ তামিমও।

সবাই মিলে সামনে এগিয়ে যাওয়ার দিকেই জোর দিলেন সাকিব, ‘আমরা বেশ কয়েকজনই আছি, যারা দলের নেতা। এবং যে কোনো সিদ্ধান্তই আমরা একসঙ্গে মিলেই নেই। কেউ অধিনায়ক থাক বা না থাক, সেটা ব্যাপার নয়, যখন আমরা মাঠে খেলতে নামি। সবার সাহায্যই দরকার হবে।’

বিজ্ঞাপন

ছয় বছর আগে সহ অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন মাহমুদউল্লাহ। পরে তা হারিয়েও ফেলেছিলেন। এর মধ্যে বিপিএল সহ বেশ কয়েকবার নিজের নেতৃত্বগুণের আভাস দিয়েছেন। সাকিবও তা মনে করিয়ে দিলেন, ‘রিয়াদ ভাই তো কয়েক বছর ধরেই বিপিএলে ভালো অধিনায়কত্ব করছে। নেতৃত্বগুণ উনার ভেতর অনেক আগে থেকেই আছে। আমার কাছে মনে হয়, আমার জন্য কাজটি সহজ হবে।’

তবে সর্বশেষ অধিনায়কত্ব হারানোর সেই স্মৃতিটা সাকিবকে পীড়া না দিয়ে পারে না। ২০১১ সালে জিম্বাবুয়ে সফরে ব্যর্থ হওয়ার পর তাকে একরকম ছুঁড়েই ফেলা হয়েছিল। অথচ অভিষেক টেস্টে জয় দিয়েই শুরু করেছিলেন নতুন ইনিংসটা। এরপর অনেক জল গড়িয়ে গেছেন, সাকিব নিজেকে নিয়ে গেছেন উঁচু থেকে উঁচুতে। কিন্তু সেই স্মৃতি যদি হৃদয় খুঁড়ে বেদনা জাগিয়েও থাকে, সাকিব সেটি গোপন করে গেলেন সযতনে। সংবাদমাধ্যম তা মনে করিয়ে দেওয়ার পর যেন পড়লেন আকাশ থেকে। বিস্ময় নিয়েই বললেন, ‘আমার তো ওটাই মনে নাই, কি হয়েছিল?’ মনে করিয়ে দেওয়ার পর তার মতো করেই বললেন, ‘ঠিক আছে, জীবনে কত কিছুই হয়…’।

কিন্তু অধিনায়কত্বের ব্যাপারটা কি তার কাছে প্রত্যাশিত ছিল? এবার স্ট্রেট ড্রাইভ করলেন সাকিব, ‘আমি কোনো কিছু প্রত্যাশা করি না। কিছু ছেড়েও দেই না। আসলে ভালো, না আসলে ঠিক আছে।’

বিজ্ঞাপন

সাকিব নিজের কাজটা মাঠে ঠিকঠাক করুন, আপাতত তার কাছ থেকে চাওয়া সেটাই।

সারাবাংলা/এএম/এমআরপি/১১ ডিসেম্বর ২০১৭

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন